ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ২০২৪-২৫ মৌসুম পুরোপুরি শেষ। তবে ক্লাব ফুটবলের মৌসুম শেষ হলেও ব্যস্ততা কাটছে না ফুটবলারদের। জুন ইউন্ডোতে নিজ নিজ দেশের হয়ে খেলতে ফিরছেন ফুটবলাররা। ফলে ফুটবল প্রেমীদের নজর এখন আন্তর্জাতিক ফুটবলের দিকে। আন্তর্জাতিক ফুটবলের জুন উইন্ডোতে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ম্যাচে দেশের মাটিতে অভিষেক হতে যাচ্ছে হামজা চৌধুরীর। এছাড়াও লাল-সবুজ জার্সিতে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশি বংশোদ্ভুত ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম এবং কানাডিয়ান লিগ মাতানো শমিত সোমের।এদিকে জুন উইন্ডোতে ইউরোপে বিশ্বকাপ বাছাই ও নেশন্স লিগ মাঠে গড়াবে। উয়েফা নেশন্স লিগের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এসময়। ফলে ফুটবল প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষায় আছে এই টুর্নামেন্টকে ঘিরে। জুনে ব্যস্ত সময় পার করবে লাতিন আমেরিকা অঞ্চলের দলগুলোও। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এসময় মাঠে নামবে সময়ের অন্যতম দুই প্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং আর্জেন্টিনা। লাতিন অঞ্চলের বাছাইপর্বে বর্তমানে একেবারে তলানিতে থাকা দল চিলির বিপক্ষে বাংলাদেশ সময় ৬ জুন সকাল ৭টায় মাঠে নামবে আর্জেন্টিনা। ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনার পরের ম্যাচ ১১ জুন তারিখেই। বাংলাদেশ সময় ভোর ৬টায় আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ হবে কলম্বিয়া।অন্যদিকে কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ সময় আগামী ৬ জুন। বাংলাদেশ সময় ভোর ৬টায় ইকুয়েডরের মুখোমুখি হবে সেলেসাওরা। আর আনচেলত্তির অধীনে ব্রাজিলের প্রথম হোম ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ জুন। এদিন বাংলাদেশ সময় ভোর ৬টা ৪৫ মিনিটে প্যারাগুয়ের মুখোমুখি হবে তারা। উল্লেখ্য, কনমেবল অঞ্চলের ফিফা বাছাইপর্বে বর্তমানে আর্জেন্টিনা আছে শীর্ষে। ব্রাজিল আছে চতুর্থ স্থানে। এখান থেকে শীর্ষ ৬ দল সরাসরি জায়াগা করে নেবে ৪৮ দলের বিশ্বকাপে। 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন হাজার বাংলাদেশি কর্মী নেবে ইউরোপের ৪ দেশ 
তিন হাজার বাংলাদেশি কর্মী নেবে ইউরোপের ৪ দেশ 

হাছান মাহমুদ জানান, আগামী ৪ সেপ্টেম্বর থাইল্যান্ডে বিমসটেক শীর্ষ সম্মেলন। সেখানে বিমসটেকের পরবর্তী চেয়ার হিসেবে দায়িত্ব নেবে বাংলাদেশ।

নেত্রকোনার হাওরে বজ্রপাতে নিহত কৃষক
নেত্রকোনার হাওরে বজ্রপাতে নিহত কৃষক

নেত্রকোনার খালিয়াজুরী হাওরের রসুলপুর ফেরিঘাটে বজ্রপাতে নিজাম উদ্দিন (২৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। একই সময়ে একই উপলোর রানু মিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন