মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী ওয়ুন-এরডেন লুভসানামসরাই পদত্যাগ করেছেন। আইন প্রণেতাদের সংসদে আস্থা ভোটে পরাজিত হওয়ার পর তিনি পদত্যাগের ঘোষণা দেন। আজ মঙ্গলবার (৩ জুন) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দুর্নীতির অভিযোগে ওয়ুনের বিরুদ্ধে রাজধানী উলানবাটরে কয়েকদিনের বিক্ষোভের পর এই ভোট অনুষ্ঠিত হয়।গোপন ব্যালটে প্রায় ৮২ জন আইন প্রণেতা অংশগ্রহণ করেন। এরমধ্যে ৪৪ জন ওয়ুন-এরদেনের প্রতি আস্থা বজায় রাখার পক্ষে ভোট দেন ও ৩৮ জন বিপক্ষে ভোট দেন। ১২৬ আসনের সংসদ থেকে প্রয়োজনীয় ৬৪ ভোট পেতে ব্যর্থ হওয়ায় ওয়ুন-এরদেন পদত্যাগ করতে বাধ্য হন।ভোটের ফলাফল ঘোষণার পর পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে ওয়ুন-এরদেন বলেন, ‘মহামারি, যুদ্ধ ও অর্থনৈতিক চাপের সময় দেশের ও জনগণের সেবা করার সুযোগ পাওয়া আমার জন্য ছিল এক গর্বের বিষয়।’আগামী ৩০ দিনের মধ্যে তার উত্তরসূরি নিযুক্ত না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়ুন-এরদেন।উত্তর এশিয়ার স্থলবেষ্টিত দেশ মঙ্গোলিয়া কয়েক দশক ধরে গভীর দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে আসছে। দেশের অনেকেই বিশ্বাস করেন, ধনী অভিজাতরা সাধারণ জনগণের ব্যয়ে বছরের পর বছর ধরে কয়লা খনির উত্থানের মুনাফা জমা করছে। ২০২১ সালে ওয়ুন-এরদেন ক্ষমতা গ্রহণের পর থেকে মঙ্গোলিয়া ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি ধারণা সূচকে নিচে নেমে এসেছে।দেশটিতে ঘন ঘন বিক্ষোভ এবং অস্থিরতা দেখা গেছে। গত সপ্তাহে উলানবাটোরে শত শত তরুণ তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে। অভিযোগ রয়েছে, প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা একজন সরকারি কর্মচারীর সামর্থ্যের চেয়েও বেশি বিলাসবহুল জীবনযাপন উপভোগ করছেন।এইচএ
Source: সময়ের কন্ঠস্বর