যশোরে ইজিবাইক চালক বাচ্চু মোল্যাকে (৪৫) অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (২ জুন) বিকেলে শহরের রেলগেট এলাকা থেকে তাকে উদ্ধারের পর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাচ্চু মোল্যা বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের খাজুরা গ্রামের আকবর আলী মোল্যার ছেলে। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে বাচ্চু মোল্যাকে রেলগেট মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মাইক্রোবাস স্ট্যান্ডে পরিচিত একজন বাচ্চু মোল্যার স্বজনদের খবর দেন। ভুক্তভোগীর স্বজনরা জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে ইজিবাইক নিয়ে বের হন বাচ্চু মোল্যা। বিকেলে খবর পান তিনি অজ্ঞান পার্টির কবলে পড়েছেন। দুর্বৃত্তরা তাকে অজ্ঞান করে ইজিবাইক, নগদ টাকা ও মোবাইল ফোনটি নিয়ে গেছে। বর্তমানে তিনি জেনারেল হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন। হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জোবায়ের হোসেন জানান, খাবারের সাথে কৌশলে চেতনানাশক মিশিয়ে তাকে অজ্ঞান করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এনআই
Source: সময়ের কন্ঠস্বর