ঢাকার ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত এলাকার মৃত রাজা মিয়ার স্ত্রী ও দুই সন্তানের মরদেহ নিজ বসতঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০২ জুন) বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, ধামরাইয়ের রক্ষিত এলাকার মৃত রাজা মিয়ার স্ত্রী নার্গিস (৪০) ও তার দুই ছেলে শামীম (১৭) ও সোলাইমান (৭) কে নিয়ে প্রতিদিনের মতো রোববার রাতে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। সকাল গড়িয়ে দুপুর হলেও তারা দরজা না খুললে তার মেয়ে নাসরিন শ্বশুর বাড়ি থেকে এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে খাটের মধ্যে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে তারা ধামরাই থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে তিনজনের মরদেহ উদ্ধার করে। নিহতের মেয়ে নাসরিন জানায়, ‘আমি আমার মা ও ভাইয়ের মোবাইলে বারবার ফোন করলেও তারা ফোন রিসিভ না করায় আমি দ্রুত বাড়িতে এসে দরজা ভেঙে ঘরে গিয়ে দেখি মা ও দুই ভাই খাটের মধ্যে পড়ে আছেন। তবে কী কারণে তারা মারা গেছে তা জানি না।’ স্থানীয়রা জানান, ‘এ ঘটনায় আমরা শোকাহত। নিহতরা অনেক ভালো মানুষ ছিলেন।’ মা ও দুই ছেলের নিহতের ঘটনা সত্যতা স্বীকার করে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, ‘নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকুন্দিয়ায় ২২ মামলার আসামি গ্রেফতার
পাকুন্দিয়ায় ২২ মামলার আসামি গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য মো. লিটন ওরফে রিটন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) বিকেলে আদালতের মাধ্যমে Read more

শরীয়তপুরে ১১টি বেকারিতে শিক্ষার্থীদের অভিযান
শরীয়তপুরে ১১টি বেকারিতে শিক্ষার্থীদের অভিযান

শরীয়তপুর বিসিক শিল্প নগরী ও শহরের ১১টি বেকারিতে অভিযান চালিয়েছেন শিক্ষার্থীরা। 

টাঙ্গাইলে একদফা দাবিতে প্রেসক্লাবের সামনে ছাত্রদের অবস্থান
টাঙ্গাইলে একদফা দাবিতে প্রেসক্লাবের সামনে ছাত্রদের অবস্থান

টাঙ্গাইলে জাতীয় পতাকা হাতে নিয়ে একদফা দাবিতে বিক্ষোভ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন