চুয়াডাঙ্গায় এক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জেল কারাগারে মৃত্যু হয়েছে। সোমবার (০২ জুন) সকালে চুয়াডাঙ্গা জেলা কারাগারে তার মৃত্যু হয়। তবে পরিবারের লোকজন জানান, আটকের সময় সে সুস্থ ছিল; এটা অস্বাভাবিক মৃত্যু।গ্রামবাসীরা জানান, দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি গ্রামের মৃত আকবর আলির ছেলে মো. মহিরুল ইসলাম (৪২) কোটচাঁদপুর শ্বশুরবাড়িতে থাকতো। দীর্ঘদিন পর শ্বশুরবাড়ি থেকে রবিবার (১ জুন) সকাল ১০ টার দিকে নিজ গ্রামের বাড়ি আসার পরপরই দর্শনা থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।নিহতের ভাতিজা মো. সাইদুর রহমানসহ আত্মীয়-স্বজনেরা জানান, এটা অস্বাভাবিক মৃত্যু। যখন পুলিশ আমার ছোট চাচাকে আটক করে, তখন তিনি সুস্থ সবল ছিলেন। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যু খবর শুনে আমরা বাকশূন্য হয়ে পড়েছি; বিষয়টি তদন্ত হওয়া দরকার বলে জানান।দর্শনা থানার ওসি মো. শহিদ তিতুমির জানান, মহিরুলের নামে মাদক মামলার একটি ওয়ারেন্ট ছিল, তাই দর্শনা থানার এসআই রেজাউল হোসেন তাকে আটক করে আনার পর বেলা সাড়ে ১১টার দিকে কোট হাজতে চালান করা হয়।চুয়াডাঙ্গা জেলা কারাগারের (ভারপ্রাপ্ত) জেলার মো. ফখর উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, কোট হাজত থেকে রবিবার বিকাল ৫টায় উক্ত আসামিকে জমা দিলে পরদিন সোমবার সকাল ৭টায় তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এআই
Source: সময়ের কন্ঠস্বর