হালদা নদীর প্রাকৃতিক প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের আওতায় দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলার নিবন্ধিত ১৫ জন জেলের মধ্যে প্রত্যেককে ২টি করে সর্বমোট ৩০টি ছাগল, ছাগলের ঘর, খাদ্য ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২ জুন) দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তর চত্বরে ছাগল ও সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. ফয়সাল, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান, যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম সালেহ উদ্দিনসহ সংশ্লিষ্টরা। ছাগল বিতরণকালে অতিথিরা জেলেদের উদ্দেশ্যে বলেন, ‘মৎস্য আহরণ বন্ধকালীন সময়ে জেলেদের বিকল্প কর্মসংস্থান এবং পারিবারিক আয় বাড়ানোর লক্ষ্যে এই ছাগল বিতরণ করা হয়েছে।’ এ সময় মৎস্য আহরণ বন্ধকালীন সময়ে জেলেদের মাছ ধরা থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়।এআই
Source: সময়ের কন্ঠস্বর