ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছোট ভাই ও তাঁর শ্যালক কর্তৃক ভিজিএফের চাল আত্মসাতের চেষ্টাকালে ৩ হাজার ২শ’ ১০ কেজি চাল জব্দ করেছে সেনাবাহিনী। সোমবার (০২ জুন) ভোরে পরিষদের কাছেই এক বাড়ি থেকে অভিযান চালিয়ে ১০৭ বস্তা (৩২২১ কেজি) চাল উদ্ধারসহ এক নারীকে আটক করা হয়েছে।স্থানীয় সূত্র ও সেনাবাহিনীর তথ্যে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের মতো ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে রবিবার (০১ জুন) গৌরীপুরের ৭নং রামগোপালপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।জানা গেছে, ওই চাল সঠিকভাবে বিতরণ না করে পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমীন জনির নির্দেশে তাঁর ভাই রতন মাস্টার ও শ্যালক তুহিনকে দিয়ে গভীর রাতে বিক্রি করে দেন। পরে ওই চাল পরিষদের পাশে মো. শাহজাহানের বাড়িতে রাখা হয়। এক পর্যায়ে সোমবার ভোর চারটার দিকে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়ার সময় সড়কে টহলরত সেনাবাহিনীর হাতে ধরা পড়ে। এ সময় অনেকে পালিয়ে গেলেও কথিত কালোবাজারি শাহজাহানের স্ত্রী মোছাম্মৎ কল্পনা আক্তার (৪৫) ধরা পড়েন। পরে সেনাবাহিনীর দলটি তাঁর বাড়িতে গিয়ে ১০৭ বস্তা চালের সন্ধান পান।এ বিষয়ে জানতে রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমীন জনির মোবাইল নম্বরে কল করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।এ ব্যাপারে জানতে চাইলে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান বলেন, ‘বিষয়টি জানতে পেরে খোঁজ খবর নেওয়া হচ্ছে। বরাদ্দকৃত চালের নয়ছয় হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’এআই
Source: সময়ের কন্ঠস্বর