দিনাজপুরের বিরামপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পার্টনার কংগ্রেস প্রশিক্ষণ শুরু হয়। বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে এই পার্টনার কংগ্রেসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৪-২০২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কংগ্রেস কর্মসূচির আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।উপজেলা কৃষি অফিসার কমল কৃষ্ণ রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমিসহ অনেকে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর