যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তার ছেলে সন্তান প্রসব করানো হয়। রোববার (০১ জুন) হাসপাতালের তত্ত্বাবধায়ক এই তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘প্রসূতি মা ও নবজাতক সুস্থ আছে।’হাসপাতাল সূত্রে জানা গেছে, ৩ মাস আগে পরীক্ষা-নিরীক্ষার পর এই নারীর দেহে এইডস সংক্রমণ ধরা পড়ে। তখন তিনি ৬ মাসের গর্ভবতী ছিলেন। পরীক্ষা-নিরীক্ষায় ওই নারীর সিজারিয়ান অস্ত্রোপচার প্রয়োজন হয়। রোববার (১ জুন) গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. জেসমিন সুলতানার নেতৃত্বে তার সিজারিয়ান অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে।হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, চিকিৎসকদের দায়িত্ব রোগীর সেবা করা। সংক্রমণ এড়াতে বিশেষ ব্যবস্থায় ৭ সদস্যের মেডিকেল টিম এইডস আক্রান্ত নারীর সিজার করেছেন। বর্তমানে প্রসূতি ও নবজাতক সুস্থ আছে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর