ঘূর্ণিঝড়ের প্রভাবে বৈরী আবহাওয়ায় বন্ধ থাকার একদিন পর ভোলা-বরিশাল ও ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটে শুরু হয়েছে ফেরী চলাচল।শুক্রবার (৩০ মে) সকাল থেকে ভোলার ইলিশা টু লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট ও ভোলার ভেদুরিয়া টু বরিশালের লাহারহাট রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।এর আগে, বৃহস্পতিবার সকাল থেকে নিম্নচাপ ও বৈরি আবহাওয়ার কারণে ভোলা-লক্ষ্মীপুর এবং ভোলা-বরিশাল রুটের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।ভোলার ইলিশার বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক মো. কাউসার আহমেদ জানান, শুক্রবার সকাল ৮টার দিকে ইলিশা ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাটের উদ্দেশ্যে ফেরি ছেড়ে গেছে। এছাড়াও অপর প্রান্ত থেকে ফেরি ছেড়ে এসেছে। ভোলার ভেদুরিয়া ঘাট থেকেও বরিশালের লাহারহাট ঘাটের উদ্দেশ্যে ফেরি ছেড়ে গেছে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর