পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সাধারণ মানুষের নিরাপদ চলাচলের জন্য জীবননগর থানা পুলিশের উদ্যোগে বাসস্ট্যান্ড চত্বরে ট্রাফিক সাউন্ড সিস্টেমের উদ্বোধন করা হয়েছে।সড়কে চলাচলরত গাড়ির চালক, হেলপার, পথচারীসহ সাধারণ মানুষের দায়িত্ব, করণীয় ও বর্জনীয় সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় চুয়াডাঙ্গা পুলিশ সুপার গোলাম মওলার নির্দেশনায় সড়ক দুর্ঘটনা রোধ ও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে পথচারী, চালক ও যাত্রীদের মাঝে ট্রাফিক সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়।সচেতনতামূলক কর্মসূচিতে সড়কে চলাচলের সময় করণীয় ও বর্জনীয় বিষয়গুলো সহজবোধ্য ভাষায় তুলে ধরা হয়েছে। রাস্তায় ও ফুটপাতে অবৈধ দোকান না বসানো, মোটরসাইকেল চালক ও আরোহী উভয়কেই হেলমেট পরিধান, নির্দিষ্ট স্টপেজ ব্যতীত গাড়িতে উঠা-নামা থেকে বিরত থাকা, রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহার না করা, পায়ে হেঁটে চলাচলের সময় ফুটপাত ব্যবহার করা, রাস্তার মোড়ে জটলা সৃষ্টি না করা ইত্যাদি।জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘আমরা বিশ্বাস করি একসাথে কাজ করলে সড়ক নিরাপদ করা সম্ভব। সবাই যদি ট্রাফিক নিয়ম মেনে চলে, তবে দুর্ঘটনার হার অনেকাংশে কমানো সম্ভব হবে। সচেতনতা ছড়িয়ে দেওয়ার এই প্রচেষ্টায় আপনাদের সক্রিয় অংশগ্রহণই হতে পারে একটি নিরাপদ আগামীর সূচনা।’ তিনি আরও বলেন, ‘প্রতিদিন সড়ক দুর্ঘটনায় বহু মূল্যবান তাজা প্রাণ ঝরে যায়। আসুন, আমরা সবাই মিলে সচেতন হই এবং সড়ককে নিরাপদ করি যাতে এই ধরনের দুর্ঘটনায় অকালে মৃত্যুবরণকে আমরা রুখতে পারি।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সারা দেশে ৩৬১ থানার কার্যক্রম চালু
সারা দেশে ৩৬১ থানার কার্যক্রম চালু

সারা দেশে ৩৬১টি থানার কার্যক্রম চালু করা হয়েছে। 

মহেশখালীতে যুবককে গুলি করে হত্যা
মহেশখালীতে যুবককে গুলি করে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলায় মামুন শরীফ (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০৬ মে) ভোরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন