ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ১০৯তম ব্যাচের একজন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (২৮ মে) ইভিনিং শিফটে অনুষ্ঠিত সেমিস্টার ফাইনাল পরীক্ষায় দায়িত্বরত পরীক্ষকের হাতে নকল করতে গিয়ে ধরা পড়েন ওই শিক্ষার্থী। পরবর্তীতে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. মনিরুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক নোটিশে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। এর আগে, গত ১৯ মে উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাথে এক সাক্ষাৎকালে ‘নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স’ ঘোষণা করেন। উপাচার্য বলেন, ‘ডিআইইউ শিক্ষার্থীদের মধ্যে সৎ, নৈতিক ও যোগ্য নাগরিক গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সেজন্য পরীক্ষা, অ্যাসাইনমেন্ট বা গবেষণায় নকল বা কোনো ধরনের অনৈতিকতা একেবারেই বরদাশত করা হবে না।’ তিনি আরও জানান, ‘বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও প্রশাসনিক শাখাকে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষকদেরও কঠোরভাবে নজরদারি বজায় রাখতে বলা হয়েছে যেন কোনো শিক্ষার্থী নকলের মাধ্যমে মূল্যায়নে অংশ নিতে না পারে।’এসআর
Source: সময়ের কন্ঠস্বর