বিবাহিত জীবন মানেই শুধু একসঙ্গে থাকা নয়—বরং তা সুন্দরভাবে, বোঝাপড়ার মধ্য দিয়ে কাটানো। দুজন মানুষের সম্পর্ক যতটা ভালো হবে, জীবনও ততটাই শান্তিপূর্ণ হয়ে উঠবে। সুখী দাম্পত্য জীবনের জন্য কিছু সহজ অভ্যাস গড়ে তোলা যেতে পারে, যা বিশেষভাবে বিবাহিত পুরুষদের জন্য কার্যকর।ফ্যামিলিলাইফ ডটকমের পরামর্শ অনুযায়ী বিবাহিত পুরুষদের যেসব অভ্যাস দাম্পত্যে সুখ এনে দিতে পারে, সেগুলো নিচে তুলে ধরা হলো:১. ‘আমি কর্তা’ ভাব ত্যাগ করুনবাড়িতে যে আপনিই কর্তা, সেটা বোঝানোর চেষ্টা করবেন না। বরং স্বামী-স্ত্রী দুজনের মতামতই যে একটা সংসারকে সুখের করে, সেটা ভুলে যাবেন না।২. গৃহিণী স্ত্রীর কাজকে সম্মান করুনআপনার স্ত্রী যদি গৃহিণী হয়ে থাকেন, তবে অবশ্যই তাঁর কাজকে খাটো করে দেখবেন না। আপনি হয়তো অফিস বা ব্যবসা থেকে ফিরছেন, সারা দিন তিনিও বাসার নানা কাজ সামলাচ্ছেন। নিজের কাজের সঙ্গে মিলিয়ে তাঁর কাজ খাটো করে দেখা যাবে না।৩. রাগ নিয়ন্ত্রণ করুনস্ত্রী যদি আপনাকে বিরক্ত করেন, তাহলে তখনই রাগ না দেখিয়ে চুপ হয়ে যান। মনে মনে ১০ পর্যন্ত গুণুন। সময় নিন। রাগ কমে এলে তারপর আলোচনা করুন।৪.  ভুল হলেও সম্মান বজায় রাখুনস্ত্রী কোনো ভুল করলে সেটা নিয়ে সন্তানদের সামনে বা বাইরের মানুষের সামনে কথা বলবেন না। একা ডেকে কথা বলুন, যাতে তিনি অপমানিত না হন।৫. অন্য নারীর প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ন্ত্রণ করুনহঠাৎ পাশ দিয়ে কোনো সুন্দরী চলে গেলে হাঁ করে তাকিয়ে থাকবেন না। যদি চোখ চলেই যায়, তাহলে স্ত্রী সঙ্গে থাকলে তার কাছ থেকে লুকানোর চেষ্টা করবেন না। একই সঙ্গে দ্বিতীয়বার দেখার চেষ্টা করবেন না।৬. স্ত্রীর খোঁজখবর রাখুননিজ থেকেই স্ত্রীর কুশলাদি জেনে নিন। অনেক সময় ছোটখাটো সমস্যা স্ত্রী এড়িয়ে যেতে পারেন, আপনার জিজ্ঞাসা তাঁকে শক্তি দেবে।৭. বিশ্বাসভঙ্গ থেকে বিরত থাকুনবিয়ের পর আপনি একজনের সঙ্গে কমিটমেন্টে আছেন। তাই অন্য মেয়েদের সঙ্গে গোপনে প্রেম বা শারীরিক সম্পর্ক এড়িয়ে চলা আপনার নৈতিক দায়িত্ব।৮. জ্ঞান নিয়ে অহংবোধ করবেন নাস্ত্রীর চেয়ে আপনার জ্ঞান বেশি, এই চিন্তা বাদ দিন। আপনি যেদিক বেশি জানেন, আপনার স্ত্রী হয়তো অন্যদিকে আপনার চেয়ে বেশি জ্ঞানী। তাই নিজেকে সেরা ভাবা ঠিক নয়।৯. বড় কেনাকাটায় পরামর্শ করুনকোনো বড় জিনিস বা বেশি টাকার জিনিস কেনার আগে স্ত্রীর সঙ্গে আলোচনা করুন। কিছু না জানিয়ে নিজের সিদ্ধান্তে কিনে আনবেন না।১০. মনোযোগ দিন স্ত্রীর কথায়বাসায় ফিরে আপনি হয়তো টিভি দেখতে বসলেন। স্ত্রী যদি এমন সময় আপনাকে কোনো কথা বলতে চান, সেটা মনোযোগ দিয়ে শুনুন। টিভি দেখতে দেখতে ‘হ্যাঁ শুনছি’ টাইপের উত্তর দিলে আপনার স্ত্রীর মেজাজ খারাপ হতে পারে। আগে তাঁর কথাটা শুনুন, এরপর টিভি দেখুন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাবি শিক্ষকদের উপর হামলা, জাবিতে প্রতিবাদী গানের মিছিল
ঢাবি শিক্ষকদের উপর হামলা, জাবিতে প্রতিবাদী গানের মিছিল

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ন্যাক্কারজনক হামলা, দেশ জুড়ে গণহত্যা,

আদালতে আবেদন খারিজ, ব্রিটেনে নিষিদ্ধ হচ্ছে প্যালেস্টাইন অ্যাকশন
আদালতে আবেদন খারিজ, ব্রিটেনে নিষিদ্ধ হচ্ছে প্যালেস্টাইন অ্যাকশন

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি সক্রিয় সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন-কে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করার সিদ্ধান্তে আপাতত কোনো আইনি বাধা থাকছে না। Read more

‘জাতিসংঘকে এখনো পূর্ণাঙ্গ তথ্য দেয়নি সরকার’
‘জাতিসংঘকে এখনো পূর্ণাঙ্গ তথ্য দেয়নি সরকার’

অন্তর্বর্তী সরকারের আহ্বানে দু'দফা বাংলাদেশে আসে জাতিসংঘের তদন্ত দল। জুলাই-অগাস্টে ছাত্র-জনতার ওপর সরকারি বাহিনীগুলোর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে।

৩৫০০ বছরের পুরনো শহর খুঁজে পেলেন প্রত্নতাত্ত্বিকরা
৩৫০০ বছরের পুরনো শহর খুঁজে পেলেন প্রত্নতাত্ত্বিকরা

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ৩৫০০ বছরের পুরনো একটি প্রাচীন শহরের সন্ধান পাওয়ার দাবি করেছেন প্রত্নতাত্ত্বিকরা। এই শহরটির নাম দেওয়া হয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন