টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ভূমি বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক ভূমি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরতে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টায় নাগরপুরের যদুনাথ মডেল স্কুল অ্যান্ড কলেজে প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেমিনারে ভূমি রেজিস্ট্রি, ই-নামজারি, অনলাইনে ভূমি কর পরিশোধ এবং স্মার্ট ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন যদুনাথ মডেল স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন স্কুল শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ভূমি বিষয়ক বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তাঁদের জ্ঞানের পরিচয় দেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।এই আয়োজনের উদ্যোগ নেয় নাগরপুর উপজেলা ভূমি অফিস। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক। তিনি বলেন, “সরকার ভূমি সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। এই ধরনের সেমিনার ও প্রতিযোগিতা জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।”অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতি আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলে।এমআর
Source: সময়ের কন্ঠস্বর