সেলোটেপ যা আমাদের কাছে যা স্কচটেপ নামেই অধিক পরিচিত। আজ ২৭ মে, সেলোফেন টেপ বা স্কচটেপ দিবস। ১৯৩০ সালের এই দিনে পণ্যটি পেটেন্ট করায় দিনটিকে স্মরণ করে প্রতিবছর স্কচটেপ দিবস পালন করা হয়।স্কচটেপ চাপ-সংবেদনশীল টেপগুলির মধ্যে ব্যবহৃত একটি ব্র্যান্ডের নাম যা কোম্পানির স্কচ ব্র্যান্ডের অংশ হিসেবে থ্রি-এম দ্বারা উৎপাদিত হয়। চৌম্বকীয় রেকর্ডিং টেপ পণ্যগুলি স্কচ ব্র্যান্ডের অধীনেও বিক্রি হয়েছিল।ছেঁড়া ফাটা কোনো একটি বস্তুকে জোড়া লাগাতে, দরকারি কাগজ যুক্ত করতে, উপহারের প্যাকেট মোড়ানোসহ ইত্যাদি টুকিটাকি কাজে বেশ গুরুত্ববহন করে। তাই এটিকে পড়ার টেবিল, ঘর, কর্মস্থল কিংবা বিপণিবিতান সবখানেই রাখা হয়। আমাদের সমাজে এটি স্কচটেপ নামে বেশ পরিচিত হলেও এর আসল নাম সেলোটেপ। এ দুটির মধ্যে ছোট্ট পার্থক্য রয়েছে। স্কচটেপ পণ্যের ব্র্যান্ড নাম, সাধারণ নাম নয়। নানামুখী ব্যবহারের কারণে উদ্ভাবনের পরপরই এটি তুমুল জনপ্রিয়তা পেয়ে যায়। বিশেষত সে সময় যুক্তরাষ্ট্রে চলমান মহামন্দায় স্কচটেপ দিয়ে জোড়া দেওয়া ছেঁড়া নোট গ্রহণ করা শুরু হয়।সেলোফেন দিয়ে তৈরি হয় এই টেপ। সেলোফেন একধরনের প্রক্রিয়াজাত সেলুলোজ, যার ফলে এই স্কচটেপ স্বচ্ছ ও আঠালো হয়ে থাকে।এইচএ
Source: সময়ের কন্ঠস্বর