বান্দরবানের রুমা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে জীপ গাড়ি খাদে পরে ঘটনাস্থলেই ১ জন নিহত হয়েছেন।নিহতের নাম লাল কাপ এল বম (৪৫)।তিনি ১ নং পাইন্দু ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মুয়ালপি পাড়ার বাসিন্দা। ঘটনায় ২ জন আহত হয়েছেন। সোমবার ( ২৬ মে) দুপুর ২ টায় পাইন্দু ইউনিয়নের মুয়ালপি পাড়ায় যাওয়ার পথে বাসাত্লাং পাড়া সংলগ্ন আম বাগান উঠনি নামক স্হানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্হানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সকালে রুমা বাজার থেকে বাজার করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার পথে বাসাত্লাং পাড়া সংলগ্ন আম বাগান উঠনি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জীপ গাড়ি (লড নং -১৯৩) টি প্রায় ১ শ ফুট গভীর খাদে পরে যায়।এই সময় লাল কাপ এল বম নামে একজন ঘটনাস্থলেই নিহত হন এবং জিংপেক কিম বম (৪৫) নামের একজন মহিলা গুরত্বর আহত ও ভান থোয়াই জোয়াল (৩৫) নামের একজন নারী সহ ২ জন আহত হয়। আহত জিংপেক বম কে উন্নত চিকিৎসার জন্য বান্দরবানে প্রেরণ করা হয়েছে। এদিকে ঘটনার পর পর ই গাড়ির চালক অংসানু মারমা এবং তার সহকারী পলাতক রয়েছে। এই বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী সময়ের কন্ঠস্বরে কে বলেন, একটি জীপ গাড়ি (চাঁদের গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পরে গিয়ে ঘটনাস্থলেই লাল কাপ এল বম নামের একজন নিহত হন এবং ২ জন মহিলা আহত হন,এর মধ্যে একজনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাঁকে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়।এছাড়া ইতিমধ্যে লাশ উদ্ধার করে রুমা হাসপাতালে রাখা হয়েছে।এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এনআই
Source: সময়ের কন্ঠস্বর