ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার, উপাচার্য-প্রক্টরের পদত্যাগ ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছেন সংগঠনটির ঢাবি শাখার নেতাকর্মীরা। এই দাবিতে তারা ঢাবি উপাচার্যের কার্যালয়ের সামনে ‘অবস্থান কর্মসূচি’ পালন করেছেন।সোমবার (২৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। বিক্ষোভ মিছিল নিয়ে তারা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন। দুপুর ২টা পর্যন্ত চলে এ কর্মসূচি।কর্মসূচিতে গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ছিলেন সাম্য। ১৩ দিন হয়ে গেল, তার হত্যার ঘটনার কোনো সুরাহা হলো না। অভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত ঢাবির এ প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ প্রশাসনের নয় মাসে ক্যাম্পাসে তোফাজ্জল হত্যা, ফ্যাসিস্টের মোটিফ পোড়ানো, গাছে লাশ ঝোলাসহ অনেক ঘটনা দেখেছেন তারা। কিন্তু অপরাধীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারেনি প্রশাসন। এ প্রশাসনের পদত্যাগের পাশাপাশি যারা সাম্য হত্যাকাণ্ড নিয়ে ভিন্ন ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’কর্মসূচিতে উপাচার্য ও প্রক্টরের অবিলম্বে পদত্যাগ দাবি করেন ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।এদিকে একই সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে সাম্যের হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতকরণে গাফিলতি এবং হত্যাকাণ্ডে জড়িত সব আসামিদের গ্রেপ্তার, সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ঢাবির শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের (আইইআর) শিক্ষার্থীরা।প্রতিবাদ সমাবেশে আইইআর-এর ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইব্রাহিম মুন্সি ইফতি বলেন, ‘আমরা আমাদের ভাইকে নিয়ে কোনো রাজনীতি চাই না। আমরা চাই এ হত্যাকাণ্ডের বিচার। এমন দৃষ্টান্তমূলক বিচার করতে হবে যাতে পরবর্তীতে এমন কোনো ঘটনা কেউ ঘটানোর আগে দুই বার ভাবে।’তিনি আরও বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক ব্যানারে প্রতিবাদ করছি না। আমরা আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই হত্যার বিচার চাই। আমি ভিসি প্রক্টরের পদত্যাগ নিয়ে আন্দোলন করছি না।’এ সময় তারা ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।এর আগে গত ১৩ মে গভীর রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রমনা কালীমন্দিরের সামনে একদল দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাবির শিক্ষা ও গবেষণা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাম্য।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্থানীয় না জাতীয় নির্বাচন আগে সিদ্ধান্ত নেবে সরকার: ইসি সানাউল্লাহ
স্থানীয় না জাতীয় নির্বাচন আগে সিদ্ধান্ত নেবে সরকার: ইসি সানাউল্লাহ

পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন কোনটি আগে, কোনটি পরে সেটি নির্বাচন কমিশনের হাতে নেই। সরকারই সিদ্ধান্ত নেবে কোন নির্বাচন আগে আর কোন Read more

নড়াইলে আদর্শ সম্মিলনী উচ্চ বিদ্যাপীঠে ৫০ বছর পূর্তি উৎসব পালিত
নড়াইলে আদর্শ সম্মিলনী উচ্চ বিদ্যাপীঠে ৫০ বছর পূর্তি উৎসব পালিত

নড়াইলের কালিয়ার খাশিয়াল আদর্শ সম্মিলনী উচ্চ বিদ্যাপীঠ এ দুইদিনব্যাপী ৫০ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে Read more

২য় শ্রেণির মর্যাদা পাবেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
২য় শ্রেণির মর্যাদা পাবেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ হাজার প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন। সেই সঙ্গে এখন থেকে ১০ম গ্রেডে সব Read more

৫ই আগস্ট বাথরুমে পাঁচ ঘণ্টা লুকিয়ে ছিলাম: ওবায়দুল কাদের
৫ই আগস্ট বাথরুমে পাঁচ ঘণ্টা লুকিয়ে ছিলাম: ওবায়দুল কাদের

৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের দিন আতঙ্কে পাঁচ ঘণ্টা বাথরুমে লুকিয়ে ছিলেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতের Read more

জীবননগরে বিজিবির অভিযানে ৩টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১
জীবননগরে বিজিবির অভিযানে ৩টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১

চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে আলমগীর হোসেন নামে এক স্বর্ণ চোরাকারবারীসহ সাড়ে ৪৮ লাখ টাকা মূল্যের ৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন