চট্টগ্রামের সাতকানিয়ায় অটোরিকশাযোগে এক নারীকে অজ্ঞান করে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় দুই ছিনতাইকারীকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।   সোমবার (২৬ মে) সকালে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় এ ঘটনা ঘটে।   আটককৃতরা হলো- চট্টগ্রামের পটিয়া উপজেলার গোবিন্দারখীল এলাকার মৃত আবুল কাশেমের পুত্র মো. রিপন (৩৫) এবং একই উপজেলার হাইদগাঁও এলাকার মো. মনির আহমদের পুত্র মাহাবুব আলম (৪০)।    অভিযুক্তদের কাছ থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা, দুটি বাটন মোবাইল ফোন, নকল স্বর্ণের বার, কানের দুল এবং নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।   সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, দোহাজারী পৌরসভা এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ধরে কেরানীহাটে যাচ্ছিলেন আয়েশা বেগম নামের এক নারী। অটোরিকশাটি কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় পৌঁছালে ছিনতাইকারীচক্রের সদস্যরা যাত্রীবেশে গাড়িটিতে উঠে। কিছু সময় পর আয়েশা বেগমকে অজ্ঞান করে তার কানের দুল ও নগদ টাকা লুট করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা।   স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে ছিনতাইকারীদের ধরে ফেলে এবং জিজ্ঞাসাবাদ ও মারধর শুরু করে। এ সময় ঘটনাস্থলের আশেপাশে টহলরত সেনাবাহিনীর একটি দল স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সেখানে পৌঁছে যায়। পরে স্থানীয়দের সহায়তায় সেনা সদস্যরা রিপন ও মাহাবুবকে আটক করে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ছিনতাইকাজে ব্যবহৃত অটোরিকশাটি, ভুক্তভোগীর কানের দুল, নকল স্বর্ণের বার, দুটি বাটন মোবাইল ফোন ও নগদ অর্থ। সেনা সদস্যরা আটককৃতদের ও উদ্ধারকৃত মালামালসহ সাতকানিয়া সেনা ক্যাম্পে নিয়ে যায়। পরবর্তীতে তাদেরকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়। সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত বলেন, সেনাবাহিনীর সদস্যরা ছিনতাইকারীদের আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।   এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফাইনালে বিরাটদের দুইশর আগে আটকাল পাঞ্জাব
ফাইনালে বিরাটদের দুইশর আগে আটকাল পাঞ্জাব

তিনবার আইপিএলের ফাইনালে খেলে স্বপ্নভঙ্গ হয়েছে বিরাট কোহলি ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১১ বছর আগে একবার ফাইনাল খেললেও শিরোপা জেতা Read more

পুলিশের গুলিতে আহত জবির সাজিদ আর নেই
পুলিশের গুলিতে আহত জবির সাজিদ আর নেই

কোটা বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী একরামুল হক Read more

সরকার কি চাইলে এখন রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে পারে?
সরকার কি চাইলে এখন রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে পারে?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র ইস্যুতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মন্তব্যের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারীদের অনেকেই তার বিদায় চাইলেও আইন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন