চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দু’ দফায় ৫৪ জন বাংলাদেশিকে পুশইন করেছে। এদের মধ্যে পুরুষ ১১ জন, নারী ১৯ জন এবং শিশু রয়েছে ২৪ জন। রবিবার (২৫ মে) ভোর রাতে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নোনাগঞ্জ  ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে পুশইন করে। দেশে প্রবেশের পর তাদেরকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রবিবার রাত ১০ টার সময় মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্তের মেইন পিলার ৬১ নং এবং সাব পিলার ২ নং হতে ৪শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে নবদুর্গাপুর মাঠের মধ্যে থেকে ভারত হতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে প্রথম দফায় ৪৫ জনকে আটক করে বিজিবি।আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ১৬ জন নারী এবং ২১ জন শিশু রয়েছে।আটককৃতরা হলেন- নড়াইল জেলার বেষ্টপুর গ্রামের মোশারফ হোসেনের মেয়ে রিয়া খাতুন (২২), রফিকুল ইসলামের ছেলে শাওন মল্লিক (১১), মৃত লাল মিয়ার মেয়ে ছকিনা খাতুন (৫৫), মিরাজুল ইসলামের ছেলে আহম্মেদ (১১ মাস), মোহাম্মদ (৫) ও রাব্বি গাজি (৮), মালেক হোসেনের ছেলে মনি (২৮), ইরাই গাজীর ছেলে শাহিন (১৩) ও কোরবান আলী (১৫), কেরামত শেখের মেয়ে শরিফা বেগম (৩২), আপন মল্লিকের ছেলে ইয়ামিন (৩), ইব্রাহীম মল্লিক (৪), গফফার শিকদারের মেয়ে নিকলা বেগম (৪৩), শরীফ হোসেনের ছেলে আপন মল্লিক (৫১), খুলনা জেলার কামার খোলা গ্রামের হাকিম শিকদারের ছেলে শাহজাহান শিকদার (২১), হাকিম শিকদারের মেয়ে মরিয়ম খাতুন (২০), আসমা খাতুন (১১), জামিলা শিকদার (৩), ছেলে সামির উল্লাহ (৬), শাহ পরান (৪) ও শাহিন আলম (১৭), স্ত্রী খুরশিদা বেগম (৪০), শামসুর রাহমানের ছেলে হাকিম শিকদার (৫৮), রফিকুল ইসলামের ছেলে রাকিব শেখ (৭), সিদ্দিকের মেয়ে পলি ইয়াসমিন (৩৪), কিশোরগঞ্জ জেলার সাতিরচর গ্রামের মুর্শিদ মিয়ার মেয়ে নুরনাহার (২২), ঝিনাইদহ জেলার দামদরপুর গ্রামের ইউনুস শেখের ছেলে আশরাফুল শেখ (১১), গিয়াস উদ্দিনের মেয়ে আবু গুরায়রা (১৩), আবুল কালামের মেয়ে নার্গিস বেগম (২৮), কেরামত শেখের মেয়ে কাকুলি বেগম (৩৯) এবং আজহারীর মেয়ে রিজিয়া বেগম (৫৮)।আটককৃতরা বিজিবির কাছে জানিয়েছেন, তারা ভারতের গুজরাট থেকে বাংলাদেশে প্রবেশের জন্য ২৪ মে বিকেল ৪ টার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে আটক হয়। পরে বিএসএফ ২৫ মে রাত আড়াইটার সময় সীমান্তের ৬২ নং মেইন পিলারের কাছে কাটাতারের গেট খুলে দিয়ে তাদেরকে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করে। এ সময় বিজিবির কুসুমপুর বিওপির হাবিলদার শিশির হালদারের নেতৃত্বে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে।অপরদিকে রোববার ভোর সাড়ে ৪ টার সময় পৃথক আরেক অভিযানে জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্তের ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নবদুর্গাপুর মাঠের মধ্যে থেকে বেনীপুর ক্যাম্পের হাবিলদার রাশেদুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৯ জনকে আটক করে।আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে।আটককৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার তেলিপাড়া গ্রামের মজিবর আলীর ছেলে আইয়ুব আলী (৫০), মোফাজ উদ্দিনের মেয়ে মোরশেদা বেগম (৩৭), আইয়ুব আলীর মেয়ে আমেনা খাতুন (৭), ছেলে ইউসুপ আলী (২৬) ও জাকারিয়া হোসেন (২৮), মোস্তফা আলীর মেয়ে লাবনী আক্তার (২৬) ও কাজুলি খাতুন (২৪), ইউসুপ আলীর মেয়ে ইথি মনি (২) এবং জাকারিয়া হোসেনের মেয়ে জাহিদা (৩)।আটককৃতরা বিজিবির কাছে জানিয়েছেন, হরিয়ানা পুলিশ ২৪ মে রাতে জীবননগর উপজেলার সীমান্তবর্তী বিএসএফ ক্যাম্পের সামনে নিয়ে আসে। এর পর বিএসএফের উপস্থিতিতে সীমান্তের ৬২ নং পিলারের কাছের কাটাতারের গেট খুলে দিয়ে তাদেরকে বাংলাদেশে জোরপূর্বক পুশইন করে।অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তাদেরকে বিজিবি সদস্যরা আটক করে। রোববার রাতে আটককৃতদের জীবননগর পাইলট হাইস্কুলের হলরুমে পুলিশি প্রহরায় রাখা হয়েছে।আটককৃতদের মধ্যে নড়াইল জেলার কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের সুব্রত মল্লিকের ছেলে বাবুল মল্লিক জানান, তিনি ভারতের গুজরাটের আহমেদাবাদ ও হরিয়ানা শহরে দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন। সেখানে তাদের বাড়ি-ঘর রয়েছে। কয়েক দিন পূর্বে তাদের বাড়ি-ঘর ভেঙ্গে দেওয়া হলে তারা গৃহহীন হয়ে পড়েন। এ অবস্থায় পরিবারের সদস্যদের নিয়ে চলে আসেন এবং নোনাগঞ্জ বিএসএফ ক্যাম্পে আত্মসমার্পন করেন। বিএসএফ সদস্যরা রাত আড়াইটার দিকে গেট খুলে দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশইন করে।জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৫৪ জনকে জীবননগর থানায় সোপর্দ করেছে বিজিবি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে হজের আমন্ত্রণ সৌদি বাদশাহর
এক হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে হজের আমন্ত্রণ সৌদি বাদশাহর

গাজায় ইসরায়েলের চলমান হামলায় পরিবারের সদস্যদেরকে হারানো এক হাজার ফিলিস্তিনকে এ বছর বিনা খরচে হজের আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরবের বাদশাহ।এই Read more

নড়াইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নড়াইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা Read more

কাপাসিয়ায় সেনাবাহিনীর অভিযানে ৬টি ট্রলি জব্দ, আটক ২
কাপাসিয়ায় সেনাবাহিনীর অভিযানে ৬টি ট্রলি জব্দ, আটক ২

গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ৬টি ট্রলি জব্দ ও ২ জনকে Read more

ঈশ্বরগঞ্জে বাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৬
ঈশ্বরগঞ্জে বাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৬

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি বাস ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন।বুধবার (২৮ মে Read more

সঙ্কট থেকে উত্তরণের চেষ্টায় পুলিশ: অতিরিক্ত আইজিপি
সঙ্কট থেকে উত্তরণের চেষ্টায় পুলিশ: অতিরিক্ত আইজিপি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমান বলেছেন, পুলিশ অবশ্যই বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাহিনী। পুলিশ ছাড়া এই সমাজব্যবস্থা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন