নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রবিবার (২৫ মে) সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। কারাগারে থাকায় আইভী ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন।নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাউয়ুম খান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে গুলিতে নিহত হন মিনারুল নামে এক যুবক। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আইভীর সাত দিনের রিমান্ড আবেদন করা হয়, তবে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে রিকশাচালক তুহিন হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও দুটি মামলায় আইভীকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন। এবি/আরআই
Source: সময়ের কন্ঠস্বর