‘মোরা বন্ধনহীন জন্ম-স্বাধীন, চিত্ত মুক্ত শতদল’ প্রতিপাদ্যকে ধারণ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী ১২৬তম নজরুল জয়ন্তী উৎসব। রবিবার (২৫ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মঞ্চে এই আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ। উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান বলেন, জাতীয় কবি নজরুল ইসলাম যে অল্প সময়ে সাহিত্য সৃষ্টি করেছেন, তা বলার মতো নয়। তিনি দ্রোহ, সাম্য, প্রেম ও সংগীতের কবি—বাংলা সাহিত্যের প্রতিটি শাখায় তাঁর পদচারণা।তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলো অর্থের দাবি জানায় ইউজিসির কাছে, ইউজিসি জানায় সরকারের কাছে, কিন্তু সরকার বলে অর্থ পাচার হয়ে যাচ্ছে। তবুও আমরা চেষ্টা করছি শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে।উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, ত্রিশালবাসীর মনে নজরুল একজন আপনজন। আমরা চাই নজরুল বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক নজরুল নিকেতন, যেমন কোলকাতায় রয়েছে শান্তিনিকেতন।আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, সিন্ডিকেট সদস্য ডা. মো. মাহবুবুর রহমান এবং নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সদস্য মো. জেহাদ উদ্দিন।স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক রায়হানা আক্তার ও ইতিহাস বিভাগের প্রভাষক মো. জিল্লাল হোসাইন।দিনের শুরুতে নজরুল ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। এরপর ‘গাহি সাম্যের গান’ মঞ্চে সংগীত বিভাগের শিক্ষার্থীরা পরিবেশন করেন নজরুল সংগীত ‘অঞ্জলী লহ মোর’।বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক নজরুল বক্তৃতামালা। এতে বাংলাদেশ ও ভারতের গবেষকেরা পাঁচটি প্রবন্ধ উপস্থাপন করেন। সন্ধ্যায় মঞ্চে হয় আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের শিক্ষকবৃন্দ, প্রাধ্যক্ষ, প্রক্টর ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।আগামীকাল সোমবার দ্বিতীয় দিনের আয়োজনে রয়েছে সেমিনার, নাটক ও সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ২
হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ২

হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী যাত্রী এবং অপরজন ওই মাইক্রোবাসের চালক। Read more

পাবনায় মাদ্রাসার নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা, আটক ১
পাবনায়  মাদ্রাসার নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা, আটক ১

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের সিকেবি রুস্তমিয়া আলিম মাদ্রাসার নৈশপ্রহরী আব্দুল গনি মোল্লাকে (৫৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় Read more

টেন্ডার পাওয়া ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ওসি মনোয়ার হোসেন
টেন্ডার পাওয়া ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ওসি মনোয়ার হোসেন

কিশোরগঞ্জের ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন টেন্ডারে পাওয়া কাজের টাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার কাছে জিলাপি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন