দেশের মানুষকে ভূমি কর পরিশোধে উদ্বুদ্ধ করা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে তিনদিনের ভূমি মেলার আয়োজন করেছে ভূমি মন্ত্রনালয়। তারই ধারাবাহিকতায় পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড়েও মেলার আয়োজন করেছে রামগড় উপজেলা প্রশাসন। রবিবার (২৫শে মে) সকাল ১০ ঘটিকায় রামগড় উপজেলা পরিষদের সামনে ভূমিসেবা প্রদানের জন্য ভূমি মেলার স্টলের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন রামগড় উপজেলা প্রশাসন ও ভূমি অফিস শাখা। আজ ২৫শে মে থেকে ২৭ শে মে পর্যন্ত চলবে জাতীয় ভূমি সপ্তাহ। রামগড়ের মানুষকে ভূমি কর পরিশোধে সচেতনতা বৃদ্ধির জন্য ভূমি মেলার ব্যানারে অংশ নেন সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। পরে, রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমি সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের ভূমি মেলার প্রতিপাদ্য বিষয় ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি সেই আলোকে সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সরকারি কর্মকর্তাগন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তা মোঃ সামীম, ইসমত জাহান তুহিন, সহকারী কমিশনার (ভূমি),রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ মইন উদ্দিন সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ,অনেক সেবা গ্রহীতা এই সময়ে উপস্থিত ছিলেন। রামগড় উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তা কাজী শামীম হবে বলেন, আধুনিক তথ্য প্রযুক্তি সম্বলিত সরকারি ভূমি পরিসেবা গ্রহন করা সহজ ও নিরাপদ, সবাই সময় মত ভূমি কর প্রদানের ফলে নিজেদের সম্পত্তিও নিরাপদ ও সুরক্ষিত রাখবেন।এসআর
Source: সময়ের কন্ঠস্বর