যশোরের শার্শায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সৌরভ মন্ডল (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এসময় আরও দুইজন গুরুতর আহত হয়।শনিবার (২৪ মে) বিকেলে যশোর-সাতক্ষীরা মহাসড়কের বেলতল আমের বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক সৌরভ মন্ডল গোপালগনজ্ঞ জেলার কোটালীপাড়া এলাকার সুকদেব মন্ডলের ছেলে।দুর্ঘটনায় আহত অন্য দুইজন হলেন, হাসিব (২০) ও রফিকুল (২২)। সৌরভ মন্ডল, হাসিব ও রফিকুল তিনজনই বেলতলা আম বাজারে শ্রমিক হিসেবে কাজ করতো। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা তিন জন মিন্টু নামের আমের আড়তের সামনে পাকা রাস্তার পাশ দিয়ে পায়ে হেটে যাচ্ছিল।এসময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান (ট্রাক) তিনজনকে ধাক্কা দেয়। এসময় সৌরভ মন্ডল মাথায় গুরুতর আঘাত পেলে তার মাথা ও কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেনেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। বাকী দুই যুবক হাসিব ও রফিককুল আহত হয়। তারা স্থানীয় ডাক্তারের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকুনুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত কাভারভ্যানটি জব্দ করা হয়েছে। তবেদুর্ঘটনার পর পরই চালক কৌশলে পালিয়ে যায়। নিহতের মরদেহের ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন। এনআই
Source: সময়ের কন্ঠস্বর