ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও বৃষ্টিপাতের কারণে যমুনা, ব্রহ্মপুত্র, জিঞ্জিরাম। নদ-নদীর পানি সমূহ বৃদ্ধি পাচ্ছে, একইসাথে বাড়ছে নদী ভাঙান। পানি উন্নয়ন বোর্ড বাহাদুরাবাদ দেওয়ানগঞ্জ জামালপুরের গেইজ রিডার আঃ মান্নান সময়ের কণ্ঠস্বরকে জানিয়েছেন, যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে গত ২৪ ঘন্টায় ৩ সে.মি পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৭০ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি আরও জানান, বৃষ্টির উপরে নির্ভরশীল করবে পানি কেমন বৃদ্ধি পাবে। নদ-নদীর পানি যতই বৃদ্ধি পাচ্ছে ততই নদী ভাঙ্গন বাড়ছে। নদী ভাঙ্গন কাবলিত এলাকা দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের বড়খাল থেকে প্রায় ৭ কিলোমিটার মন্ডলবাজার খোলাবাড়ি পযন্ত, বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালোরচর বাজার, এবং চর আমখাওয়া ইউনিয়নের জিঞ্জিরাম নদী ও ডাংরা ইউনিয়নে সীমান্ত ঘেষা পাথরের গোয়ালকান্দা জিঞ্জিরাম নদীর ভাঙান দেখা দিচ্ছে। বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালোচর বাজার স্থানীয় বাসিন্দা সবুজ জানান, কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে ফলে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে নদীর পানির তীব্র স্রোত দেখা দিচ্ছে নদী ভাঙ্গন। আমাদের ঝালোরচর বাজার হুমকির মুখে। এসআর
Source: সময়ের কন্ঠস্বর