টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. আব্দুস সালাম মিয়াকে আহ্বায়ক, মো. আজিজুর রহমান মল্লিককে যুগ্ম আহ্বায়ক ও তারাপদ সরকারকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।শুক্রবার (২৩ মে) বিকেলে মির্জাপুর কমিটির আহ্বায়ক প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন।কমিটির অন্য সদস্যরা হলেন- কবির সিকদার, সৈয়দ গোলাম মোস্তফা শাহিন, সাংবাদিক সোহেল মোহসীন শিপন, সাংবাদিক হারুন অর রশিদ, আওলাদ হোসেন, অরবিন্দ চক্রবর্তি অরুন, মোস্তাক আহমেদ, সিরাজুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মো. শামছুল আলম মোল্লা।আহ্বায়ক আব্দুস সালাম জানান, মির্জাপুর উপজেলার বাসিন্দাদের মধ্যে গ্রাজুয়েট ডিগ্রীধারী যে কেউই এ সংগঠনের সদস্য হতে পারবেন। যারা নির্দলীয়ভাবে সমাজসেবামূলক কাজে নিয়োজিত থাকবেন। আগামী ১১ জুন সংগঠনটির পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।এআই
Source: সময়ের কন্ঠস্বর