চাঁদপুরে ব্যবসায়ীদের সুরক্ষা ও ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে জেলা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় শহরের বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, চাঁদাবাজদের কোন ধর্ম নেই, কোন দল নেই। এই শহরে চাঁদাবাজরা থাকবে, না তারেক রহমানের আদর্শে বিশ্বাসী সৈনিকরা থাকবে।তিনি আরও বলেন, ব্যবসা এবং চাকরি—এই দুই পথেই আমাদের জীবিকা। কেউ যদি চাঁদা দাবি করে, তাহলে ভয় না পেয়ে সরাসরি থানায় অথবা আর্মি ক্যাম্পে অভিযোগ করুন। প্রয়োজনে আমাদেরও জানান।শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আপনারা যদি সত্যি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন  অভিযোগ দায়ের করবেন। কোন ভয় পাবেন না। আপনারা আপনাদের সংগঠন চেম্বার অব কমার্সের সদস্য হন। সেখানে নিজেদের সমস্যাগুলো জানান। তাহলে দেখবেন আপনাদের সমস্যাগুলো সহজে সমাধান হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. সামছুল ইসলাম মন্টু,  চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ।চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মহসিন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধা ও ব্যবসায়ী ফয়সাল আহমেদ বাহারের যৌথ পরিচালনায়  সভায় ব্যবসায়িদের মধ্যে বক্তব্য রাখেন হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুর রহমান, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি  রিপন আহমেদ,ব্যবসায়ী মোজাফফর ভূইয়া, ঔষুধ ব্যবসায়ী মনির হোসেন। এ সময় চাঁদপুর শহরের প্রায় আড়াই শ’ জন ব্যবসায়ী উপস্থিত ছিলেন। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভিজিএফ চালের বস্তায় শেখ হাসিনার নাম, দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া
ভিজিএফ চালের বস্তায় শেখ হাসিনার নাম, দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া

সরকার পরিবর্তনের সাত মাস পরও শরীয়তপুরে বিতরণ করা ভিজিএফ কর্মসূচির চালের বস্তায় শেখ হাসিনার নাম থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি Read more

প্রতি রিফ্রেশে একটি করে ধর্ষনের সংবাদ: শবনম ফারিয়া
প্রতি রিফ্রেশে একটি করে ধর্ষনের সংবাদ: শবনম ফারিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের পাশাপাশি সমসাময়িক নানা ইস্যুতে কথা বলতে দেখা যায় তাঁকে। সম্প্রতি Read more

বেরোবিতে প্রথম প্রশাসনের কোরবানির আয়োজন
বেরোবিতে প্রথম প্রশাসনের কোরবানির আয়োজন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কোরবানির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন