চাঁদপুর সদরের শাহতলী গ্রামের ডাকাতিয়া নদীর পাড়ে পরিত্যক্ত ইটভাটায় গড়ে তোলা হয়েছে ‘ফ্রুটস ভ্যালি এগ্রো’ নামে একটি বাগান। আলোচিত ফ্রুটস ভ্যালি এগ্রো ৩ একর জমিতে দেশি ও বিদেশি বিভিন্ন ফল চাষ করে একের পর এক সাফল্য অর্জিত হয়েছে। এ বছর বিশ্বখ্যাত ৫৭ জাতের বিদেশি আম চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন উদ্যোক্তা সাংবাদিক হেলাল উদ্দিন।এছাড়াও এ বাগানে রয়েছে বিভিন্ন দুর্লভ প্রজাতির ফল ফলাদি। দুর্লভ ফল চাষ করে হয়েছেন সফল উদ্যোক্তা। এবার ৫৭ জাতের আম চাষ করেও পেয়েছেন সফলতা। এখানে টমি অ্যাটকিনস, উতাউল্ফ, বেইলি মার্বেল, আলফনসো, গ্লেন, হেডেন, মায়া, সূর্য ডিমসহ ৫৭ জাতের আমের গাছ রয়েছে। সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে এই আমের চাষ করা হয়েছে। সাইজে বড় বিভিন্ন জাতের রঙিন আম দেশীয় অনেক জাতকে হার মানাচ্ছে। তার এই আম বাগান দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিনই দর্শনার্থীরা ভিড় দেখা যায়।ফ্রুটস ভ্যালি এগ্রোতে ঘুরতে আসা শারমিন ও শাহজালাল নিরব বলেন, এই বাগানে আগেও এসেছিলাম। তবে এ বছর বিদেশি আম গুলো দেখে খুব ভালো লাগছে। ৫৭ জাতের আমের সঙ্গে পরিচিত হয়েছি। শুধু তাই নয়, ঘুরতে এসে বিভিন্ন আম খাওয়ার সুযোগও হয়েছে। এখান থেকে পছন্দমতো আম নিয়ে যাবো। এখানে যে আসবে সেই মুগ্ধ হবে। আমিও চেষ্টা করবো নিজের বাড়িতে এসব আমের চারা লাগাতে।এ বিষয়ে ফ্রুটস ভ্যালি এগ্রোর স্বত্বাধিকারী উদ্যোক্তা সাংবাদিক হেলাল উদ্দিন বলেন, বিশ্বের যত দামি দামি ফল আছে, তা নিয়ে কাজ করে আমার ফ্রুটস ভ্যালি এগ্রো। এ বছর বাগানে বিশ্বখ্যাত ৫৭ জাতের বিদেশি আমের মধ্যে ৪৭টি জাতের ফলনে সফলতা পেয়েছি।বাগানে এখন পর্যন্ত যা চাষ করা হয়েছে, তার সবকটাতেই সফল হয়েছি। দেশি আম থেকে এখানকার আম একটু ভিন্ন। দেখতে অসাধারণ এবং খুব সুস্বাদু। তবে বাজার থেকে এখানে কম মূল্যে আম বিক্রয় করা হয়।এইচএ
Source: সময়ের কন্ঠস্বর