রাঙ্গামাটির বাঘাইছড়িতে নদী রক্ষা, চোরা চালান, তথ্য প্রযুক্তি, বিদ্যুৎ ও অন্যান্য সার্বিক বিষয় নিয়ে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ১০টা উপজেলা প্রশাসন এর আয়োজনে, উপজেলা পরিষদ সভা কক্ষে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। এসময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান, সমাজ সেবা কর্মকর্তা জয়াস চাকমা, প্রাথমিক শিক্ষা অফিসার শাহিন আল মামুন শিক্ষা। এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ।এআই
Source: সময়ের কন্ঠস্বর