খাগড়াছড়ির রামগড় ফেনী নদী দিয়ে গভীররাতে এক মুসলিম পরিবারের ৫ জনকে জোরপূর্বক পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।বৃহস্পতিবার (২২ মে) রাতে রামগড় পৌরসভাস্থ ফেনীরকুল এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়েছে বলে জানান ভারত থেকে আসা উম্মেদ আলী। প্রথমে স্থানীয়রা তাদের সন্ধেহ হলে জিজ্ঞাসাবাদ করেন, সেখানে পরিবারের পুরুষ ব্যক্তি উম্মেদ আলী ঘটনার বর্ণনা দেন।সে জানায়, ভারতের ত্রিপুরা রাজ্যের সাব্রুম সীমান্ত দিয়ে রামগড় সীমান্তের ফেনী নদীতে তাদের হাত পা বেঁধে ফেলে দেন বিএসএস। রাত ভর পানিতে থাকার পর সকালের দিকে বাংলাদেশে উঠেন সবাই। তারা ৫ জন একই পরিবারের সদস্য থাকতেন ভারতের হরিয়ানায় এমনটি বলছেন, সেখানে ১০ বছর ধরে ইট ভাটায় কাজ করছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য দেন পুশইন হওয়া এই পরিবার। এ বিষয়ে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইসমত জাহান তুহিন জানান, সকালের দিকে ৫ জনের একটি পরিবার ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক হয়েছে, তাদের রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় পুলিশ ও বিজিবির পারায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রামগড় বিজিবি, রামগড় থানা ও উপজেলা প্রশাসন যৌথভাবে কাজ করছে। তদন্ত পরবর্তী করণীয় কি বিস্তারিত প্রশাসন জানাবে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর