সুনামগঞ্জে ৩৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান পংকজ (৩৫) ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২১ মে) বিকালে সুনামগঞ্জ পৌরসভার দক্ষিণ আরপিন নগর এলাকায় অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত অন্য দুইজন হলেন- পেশ্চিম তেঘরিয়া এলাকার বাসিন্দা মো. লিমন মিয়া (৩২) এবং দক্ষিণ আরপিন নগর এলাকার বাসিন্দা মো. শ্রাবনুজ্জামান (৩৪)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান করেন জেলা ডিবির এসআই মোহাম্মদ আব্দুল বাতেন, এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাসসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা। অভিযান চলাকালে গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা ডিবির এসআই মোহাম্মদ আব্দুল বাতেন গ্রেফতারকৃত আসাদুজ্জামান পংকজের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৮টি মামলা রয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। তবে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৮
নেত্রকোনায় সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৮

নেত্রকোনা বারহাট্টা সড়কে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোফাজ্জল (৪০) নামের একজন সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো আট জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন