ভোলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের হেফাজতে থাকা চোরাইকৃত বিভিন্ন ব্র্যান্ডের ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২০ মে) রাত ৮টায় সদর উপজেলার ব্যাংকেরহাট বাজার থেকে তাদের গ্রেফতার ও মোটরসাইকেল গুলো উদ্ধার করা হয়।গ্রেফতার চোর চক্রের সদস্যরা হলেন- শুভ ওরফে দিগন্ত (২৩), ওয়াসিম (২১), শাকিল (৩০)। এদের মধ্যে শুভ ভোলার বোরহানউদ্দিন উপজেলার ভবেশ চন্দ্র সোমের ছেলে ও ওয়াসিম ঢাকার ধানমন্ডি এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে এবং শাকিল ভোলা সদর উপজেলার দক্ষিন দিঘলদী ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে। বুধবার বিকেল ৩টায় ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. সোহান সরকার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলার ব্যাংকের হাট এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে চোরাইকৃত ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিরা আন্তঃজেলা মটরসাইকেল চোর চক্রের সক্রীয় সদস্য। তারা সকলে দীর্ঘদিন যাবত চোরাই মটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। তাদের নামে এর আগেও ভোলা সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে। তাদের সাথে চোর চক্রের আরও সদস্য রয়েছে কিনা জানতে আসামিদের জিজ্ঞেসাবাদ চলছে। এই চক্রের সাথে আরও সদস্য থাকলে তাদেরও গ্রেফতার করা হবে।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।এআই
Source: সময়ের কন্ঠস্বর