পঞ্চগড় সদর উপজেলায় ফসলি জমির মাটি কেটে অবৈধভাবে বালি ও পাথর উত্তোলন এবং পরিবহনের অভিযোগে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ মে) দুপুরে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজী।দণ্ডপ্রাপ্ত ব্যক্তি পঞ্চগড় সদর ইউনিয়নের প্রধানপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে ইয়াকুব আলী (৬৯)। তিনি দীর্ঘদিন ধরে বালি ও পাথর ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাঝিপাড়া সেতুর পূর্বপাশে ফসলি জমির মাটি কেটে সেখানে অবৈধভাবে বালি ও পাথর উত্তোলন করে পরিবহন করছিলেন ইয়াকুব। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।অভিযানের সময় বালি ও পাথর পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টরের ব্যাটারি জব্দ করে তা সদর থানা পুলিশের জিম্মায় দেওয়া হয়। এদিকে, অভিযান টের পেয়ে ঘটনাস্থলে থাকা শ্রমিকরা বেলচাসহ সরঞ্জামাদি ফেলে পালিয়ে যায়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা এবং পঞ্চগড় সদর থানার এসআই হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল।এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজী বলেন, “ফসলি জমির মাটি কেটে বালি ও পাথর উত্তোলনের মতো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”এনআই
Source: সময়ের কন্ঠস্বর