কিশোরগঞ্জের ভৈরবে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ মৎস্য খাদ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২০ মে) সন্ধ্যা ৭টায় পৌর শহরের ভৈরব বাজার ও কমলপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতপরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক ও সহকারী মৎস্য কর্মকর্তা মাহাবুব হোসেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেয়াদ উত্তীর্ণ পোল্ট্রি ফিড, নিম্নমানের গো-খাদ্য ও মৎস্য খাদ্য বিক্রির অভিযোগে পৌর শহরের ভূষি পট্টি এলাকার মায়ের দোয়া নামক ভূষির দোকানে মেয়াদ উত্তীর্ণ ১৫ বস্তা মৎস্য খাদ্য জব্দ করা হয়। এ সময় দোকান মালিক নাছির উদ্দিনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এছাড়াও শহরের কমলপুর এলাকার অ্যাডভান্স পোল্ট্রি এন্ড ফিস ফিড দোকানে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক বলেন, মৎস্য খাদ্য আইন ২০১০ ও মৎস্য খাদ্য বিধিমালা ২০২৪ অনুসারে অনিয়মের অভিযোগের ভিত্তিতে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় এবং তাদেরকে জরিমানা করা হয়।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন বলেন, ভৈরব বাজারের কিছু অসাধু ব্যবসায়ী মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের পোল্ট্রি ফিড, গো-খাদ্য ও মৎস্য খাদ্য নিয়মিত বিক্রি করে আসছে এমন অভিযোগ রয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সন্ধ্যায় ভৈরব বাজারের বিভিন্ন ভূষির দোকানে ও কমলপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনিয়ম পাওয়ায় দুইটি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা ও ১৫ বস্তা মৎস্য খাদ্য জব্দ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একযোগে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল নিয়ে তোলপাড়, সরকার বলছে এটি সাময়িক
একযোগে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল নিয়ে তোলপাড়, সরকার বলছে এটি সাময়িক

শুক্রবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সচিবালয়ে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা উল্লেখ করে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড Read more

কুড়িগ্রামে ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিছন্নতার কাজে শিক্ষার্থীরা
কুড়িগ্রামে ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিছন্নতার কাজে শিক্ষার্থীরা

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশের প্রায় সব জায়গায় পুরোপুরি ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন