রাজশাহীর পুঠিয়া উপজেলার সৈয়দপুর (ঋষিপাড়া) থেকে উদ্ধার করা অবিস্ফোরিত একটি মর্টার শেল নিষ্ক্রিয় করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোম ডিসপোজাল দল।সোমবার (১৯ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার গাওপাড়া এলাকার ম্যাচপাড়া বিলে উদ্ধারকৃত মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হয়। এর আগে গতকাল রোববার (১৮ মে) সন্ধ্যা সাতটার দিকেজিউপাড়া ইউনিয়নের সৈয়দপুর (ঋষিপাড়া) গ্রামে মৃত. নিরেন দাসের ছেলে সুমন তার বাড়ির পার্শে খালের ধারে লোহার তৈরি জং ধরা একটি মর্টার শেল সদৃশ্য বস্তু দেখতে পান। বস্তুটির দৈর্ঘ্য আনুমানিক ৭ ইঞ্চি এবং তাতে 6POF5/61 মডেল নম্বর খোদাই করে লিখা ছিল। বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে এক ব্যক্তি পুলিশকে খবর দেই।খবর পেয়ে পুঠিয়া থানার উপ-পরিদর্শক (নিঃ) আব্দুল মান্নান সরকার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি শনাক্ত করে এবং সেটি উদ্ধার করে থানায় নিয়ে যান।পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার বেলা সাড়ে ১২ টার দিকৈ আরএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের এসআই (এবি) আমিনুল ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের একটি বিশেষ দল ও আরএমপি CRT- এর ৯ সদস্যের একটি টিম উদ্ধারকৃত একটি মর্টার শেল নিরাপদভাবে নিষ্ক্রিয় করেছেন।এনআই
Source: সময়ের কন্ঠস্বর