সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক রান সংগ্রহ করেছে বাংলাদেশ। আজ সোমবার শারজায় টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করেছে টাইগাররা। টি-টোয়েন্টিতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রান।গত ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমনকে ছাড়াই আজ মাঠে নামে বাংলাদেশ। তানজিদ তামিমের সঙ্গে ইনিংস ওপেন করেন লিটন দাস। আজ শুরু থেকেই আরব আমিরাত বোলারদের নাজেহাল করে তোলেন তামিম। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৬৬ রান করে বাংলাদেশ।পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ২৫ বলে ফিফটি করেন তামিম। ৩৩ বলে ৫৯ রান করে আউট হন তিনি।ওয়ান ডাউনে নেমে দারুণ ব্যাটিং করেছেন শান্ত। ১৯ বলে করেছেন ২৭ রান। একই পথে হেটেছেন তাওহিদ হৃদয়ও। ২৪ বলে ৪৫ রান করেছেন তিনি।লিটন দাস খেলেছেন দায়িত্ব নিয়ে। ৩২ বলে ৪০ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক। এ ছাড়া দারুণ খেলেছেন উইকেটরক্ষক জাকের আলি। ৬ বলে ১৮ রান করেছেন তিনি। এফএস
Source: সময়ের কন্ঠস্বর