রাজশাহীর শিরোইল বাসস্ট্যান্ড থেকে ধানের বস্তার ভেতরে গাঁজা লুকিয়ে অ্যাম্বুলেন্সে করে পাচারের সময় এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৫। রোববার (১৮ মে) ভোর সাড়ে ৪টার দিকে এই অভিযান চালানো হয়।গ্রেফতার হওয়া যুবকের নাম মো. গোলাম সারোয়ার জাহান (২৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার কৃষ্ণপুর এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন রাজমিস্ত্রী বলে জানা গেছে।র্যাব-৫-এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, এক ব্যক্তি অ্যাম্বুলেন্সে করে যাত্রীবেশে গাঁজা নিয়ে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছে। পরে র্যাবের একটি আভিযানিক দল শিরোইল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় এবং সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ঐ যুবককে আটক করে।পরে তার সঙ্গে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ধানের স্তরের নিচে লুকানো অবস্থায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া ওই বস্তা থেকে ২০ কেজি ধান, একটি মোবাইল ফোন ও একটি সীম কার্ডও জব্দ করা হয়।র্যাব জানায়, গ্রেফতার হওয়া সারোয়ার ঢাকার অজ্ঞাত স্থান থেকে গাঁজা সংগ্রহ করে অভিনব কায়দায় পরিবহন করতেন। ধানের বস্তার ভেতরে গাঁজা রেখে তিনি দীর্ঘদিন ধরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। তিনি কখনো বাস, কখনো ট্রেন বা অ্যাম্বুলেন্স ব্যবহার করতেন যেন কেউ সন্দেহ না করে।র্যাব আরও জানায়, গোলাম সারোয়ার মাদক ব্যবসার সঙ্গে জড়িত একটি সিন্ডিকেটের সদস্য হতে পারেন। তার মোবাইল ফোন ও যোগাযোগের তথ্য বিশ্লেষণ করে ওই চক্রের অন্য সদস্যদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।এই ঘটনায় রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। র্যাব জানিয়েছে, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলবে এবং এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর