গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভাওমান গ্রামে পানিতে ডুবে তামিম (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৮ মে) এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত তামিম একই গ্রামের মো. শাহজাহান মিয়ার পুত্র।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে তামিম বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে পাশের একটি বড় ডোবায় পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও তার খোঁজ মেলেনি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ডোবায় তল্লাশি চালিয়ে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।শিশুটির অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। নিহত শিশুর বাড়িতে প্রতিবেশী ও স্থানীয়রা ভিড় করেন এবং পরিবারকে সান্ত্বনা জানান। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।উপজেলার সূত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলাইমান বিষয়টি নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, একটি নিষ্পাপ শিশুর এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। পরিবারটির প্রতি আমরা গভীর সহানুভূতি প্রকাশ করছি।এদিকে সচেতন মহল এলাকায় খোলা জলাশয় ও ডোবার পাশে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।এআই
Source: সময়ের কন্ঠস্বর