সুন্দরবন সফর শেষে সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকায় ফেরার পথে ৩৫ জন সাংবাদিককে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রায় সকল যাত্রী কমবেশি আহত হয়েছে।রোববার (১৮ মে) বিকালে সাতক্ষীরা-খুলনা সড়কের তালা উপজেলার ইসলামকাটি মোড়ে ওই ঘটনা ঘটে।আহত দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার মো. নুরুজ্জামান জানান, গতকাল ১৭ মে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ কাভার করার জন্য আমরা সাতক্ষীরায় এসেছিলেন। এরপর সুন্দরবন পরিদর্শন শেষে আজ রবিবার ঢাকায় ফিরছিলাম। গুড়ি গুড়ি বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল ছিল। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে। এসময় বাসের ৩৫ যাত্রী সকলেই কমবেশি আহত হন, তবে কেউ মারাত্মক আহত হননি। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে সাতক্ষীরা বিজিবি ক্যাম্পে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পাটকেলঘাটা থানার ওসি মাইনউদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় বাসটি উল্টে গেলেও এতে মারাত্মক হতাহতের ঘটনা ঘটেনি।এমআর
Source: সময়ের কন্ঠস্বর