“ফিলিপিন্সে লাল-সবুজ” স্লোগানকে ধারণ করে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড (বিডিবিও) ২০২৫-এর ঢাকা উত্তর অঞ্চলের আঞ্চলিক উৎসব আজ শনিবার (১৭ মে) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। জাতীয় জীববিজ্ঞান উৎসবে অংশগ্রহণের লক্ষ্যে দেশব্যাপী আয়োজিত ১০টি আঞ্চলিক উৎসবের অংশ হিসেবে এই আয়োজন বায়োলজি প্রেমী শিক্ষার্থীদের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।সকাল ৮টা ৩০মিনিট থেকে বিশ্ববিদ্যালয়ের এম, মহবুবউজ্জামান ভবনে শুরু হওয়া এই উৎসবে জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে বাংলা ও ইংরেজি মাধ্যমের প্রায় এক হাজার শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। জীববিজ্ঞান বিষয়ক জ্ঞানের পরীক্ষায় নিজেদের যাচাই করার সুযোগ পায় তারা।পরীক্ষা শেষে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে জীববিজ্ঞান বিষয়ক বিভিন্ন জিজ্ঞাসার উত্তর দেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর রাখহরি সরকার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মো. ছরোয়ার হোসেন, একই বিভাগের অধ্যাপক ড. জামিলুর রহমান, সাউ রেসের সিনিয়র সাইন্টিফিক অফিসার ডঃ মোঃ আক্কাস আলী, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের প্রভাষক অনিমেষ কুমার সাহা, মিরপুর গার্লস আইডিয়াল কলেজের লেকচারার নবীরুল ইসলাম নবীন এবং এনাম মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের লেকচারার ডক্টর প্রাণ আশরাফ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। তিনি শিক্ষার্থীদের মাঝে উৎসাহব্যঞ্জক বক্তব্য রাখেন এবং জীববিজ্ঞান চর্চার গুরুত্ব তুলে ধরেন।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রাশেদুল ইসলাম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, প্লান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. নাজনীন সুলতানা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আরফান আলী এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আশাবুল হক।উল্লেখ্য, আগামী ৩১ মে, শনিবার, জাতীয় জীববিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসবে নির্বাচিত শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত জাতীয় আবাসিক ও অনাবাসিক বায়োক্যাম্পের মাধ্যমে সারা দেশের প্রায় সাড়ে আট হাজার শিক্ষার্থীর মধ্য থেকে আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য চারজন চূড়ান্ত প্রতিযোগী নির্বাচন করা হবে। এই চারজন “টিম বাংলাদেশ” হিসেবে আগামী ২০-২৭ জুলাই ফিলিপিন্সের কুইজন সিটিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।আজকের ঢাকা উত্তর অঞ্চলের উৎসবের সার্বিক সহযোগিতায় কো-পার্টনার হিসেবে ছিল আকিজ টেলিকম লিমিটেড, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্টিগ্রেটেড ক্রপ সল্যুশন বাংলাদেশ এবং রংপুর স্টিল। অনুষ্ঠানে বেভারেজ পার্টনার ছিল এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেড এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল চ্যানেল ২৪।উৎসবের শেষ পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে সেকেন্ড রানার আপ হিসেবে ১২২ জন, ফাস্ট রানার আপ হিসেবে ১৭৫ জন এবং চ্যাম্পিয়ন হিসেবে ৫৩ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এছাড়াও, তিনজনকে ‘চ্যাম্পিয়ন অফ দ্যা চ্যাম্পিয়ন’ ক্রেস্ট প্রদান করা হয়। এই সাফল্যের হাত ধরেই আগামীর জীববিজ্ঞানীরা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার স্বপ্নে বিভোর।এমআর
Source: সময়ের কন্ঠস্বর