খাগড়াছড়ির রামগড় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদসহ ৭ পদের ৬টি পদই দীর্ঘদিন শূন্য রয়েছে। এতে মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও ইবতেদায়ি মাদরাসা সমূহের শিক্ষারমান তদারকির অভাবে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে ঝুঁকি তৈরি হচ্ছে প্রতিনিয়ত। যেহেতু,মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিস থেকে  শিক্ষক- শিক্ষার্থীদের যাবতীয় সুবিধা -অসুবিধা দেখাশুনা করাসহ সর্বোপুরি শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার সঠিক কারিকুলাম সঠিকভাবে মনিটরিং ও প্রতিষ্ঠানসমূহতে শৃঙ্খলা আনয়নের সব কিছু করে থাকেন এই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস অথচ এমন একটি গুরুত্বপূর্ণ অফিসের প্রায় সবগুলো পদই শূন্য রয়েছে খাগড়াছড়ির রামগড় উপজেলায় দীর্ঘদিন ধরে।সাম্প্রতিক রামগড় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জনবল সংকটে এমন দূরাবস্থায় সচেতন মহল অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। শিক্ষা মন্ত্রনালয়ের চরম অবহেলার শিকার রামগড়সহ জেলার ৬টি উপজেলা চলছে শিক্ষা অফিসার বিহীন। স্থানীয় বাসিন্দা ও অভিবাবক নুর আলম জানান, রাষ্ট্রের শিক্ষিত বেকারের হাহাকার চলমান থাকলেও একটি জেলায় এত পদ শূন্য কেন রেখেছে শিক্ষা মন্ত্রণালয় তা অবিশ্বাস্য!রামগড়ে গত কয়েক বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান গুলোয় পড়াশোনার উল্লেখযোগ্য তেমন উন্নতিই নেই কারণ,শিক্ষা অফিসের জনবল সংকট থাকায় পর্যাপ্ত সরকারি মনিটরিং গ্যাপ তৈরি হচ্ছে। এছাড়াও মাধ্যমিক শিক্ষা অফিসারপদ শূন্য থাকায় নানামূখী সমস্যার সম্মুখীন হচ্ছেন বিদ্যালয় ও মাদরাসা সমূহ।অনুসন্ধানে জানা যায়, সর্বশেষ রামগড় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু কাউসার ২০২৪ মালের ফেব্রুয়ারিতে পেনশনে যান, তখন থেকে রামগড়ে আর কোনো শিক্ষা অফিসার যোগদান করেননি। ফলে,দীর্ঘ ১ বছরের বেশি সময় ধরে রামগড়ের মাধ্যমিক  শিক্ষা প্রতিষ্ঠান গুলোর তদারকি করা হয় খাগড়াছড়ি জেলার ১জন মাধ্যমিক শিক্ষা অফিসার দিয়ে! শুনে অবাক হবেন যেকেউ, জেলা সদর ছাড়া বাকি ৮ উপজেলার ৬টিতেই মাধ্যমিক শিক্ষা অফিসার বিহীন চলছে শিক্ষা প্রতিষ্ঠান মনিটরিং কার্যক্রম। রামগড়, গুইমারা, মাটিরাঙা, মহালছড়ি,  লক্ষ্মিছড়ি, মানিকছড়িসহ এসব উপজেলায় বর্তমানে নেই কোনো উপজেলা শিক্ষা অফিসার। এবিষয়ে খাগড়াছড়ি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম সময়ের কন্ঠস্বরকে জানান, আমরা প্রতিনিয়ত মন্ত্রণালয়ে চিঠি লিখে অবগত করে যাচ্ছি, জেলা থেকে প্রতি উপজেলায় মাসে দুটি স্কুল ভিজিট ও সমন্বয় মিটিং করছি, দুই মাসের মধ্যে নিয়োগ হওয়ার সম্ভাবনা আছে।  তিনি বরাবরই উন্নয়ন সভায় জনবল সংকট সমাধানে দ্রুত শিক্ষক পদায়ন করার দাবিও জানিয়ে আসছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, সরাসরি শিক্ষা মন্ত্রনালয়ের অধিনস্থ সরকারি মাধ্যমিক শিক্ষা অফিস সমূহে জনবল নিয়োগ না দেয়ায় এ অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তদারকি ও শিক্ষার মান উন্নয়নে প্রাতিষ্ঠানিক ঝুঁকি তৈরি হচ্ছে।  আমরা চাই সকল শিক্ষা প্রতিষ্ঠান যেন সঠিক মনিটরিং এর মধ্যে থাকে, পড়াশোনার পাশাপাশি প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করা গেলে পড়াশোনার মান বাড়বে। এদিকে, রামগড় মাধ্যমিক শিক্ষা অফিসের  অফিস সহায়ক জয়নাল আবেদীন জানান, তিনি একাই পুরো রামগড়ের মাধ্যমিক শিক্ষা কার্যক্রম দেখা শুনা করছেন।জনবল সংকট থাকায় অফিসের কাজে হিমসিম খেতে হয় তাকে, গত ২৫ বছর ধরে তিনি চাকরি করছেন এই অফিসে। রামগড়ে ৭ পদের মধ্যে বর্তমানে কোনো পদেই নিয়োগ নেই। প্রতিমাসেই খাগড়াছড়ি যাওয়া আসা করতে হয় তাকে।  নতুন বছরের শুরুতে পুরো উপজেলার বই পুস্তক বিতরণসহ যাবতীয় কাজকর্ম একাই সামলাতে হয় অফিস সহায়ক জয়নালকে।বলা চলে রামগড় উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের জয়নাল আবেদীনই শেষ ভরসা।  রামগড়ের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে -রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়, বলিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়, চৌধুরীপাড়া উচ্চ বিদ্যালয়, নাকাপা উচ্চ বিদ্যালয়, রামগড় আইডিয়াল স্কুল, খাগড়াবিল মাধ্যমিক বিদ্যালয়, কলাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়, বাজার চৌধুরী পাড়া হাইস্কুল, অন্তুপাড়া হাইস্কুল, শহীদজিয়ার খালপাড় উচ্চ বিদ্যালয়, গুজাপাড়া মাধ্যমিক বিদ্যালয়, বালুখালি উচ্চ বিদ্যালয়সহ মোট ১৩টি স্কুল ও মাদরাসার মধ্যে- রামগড় গনিয়াতুল উলুম ফাজিল মাদরাসা, নাকাপা ইসলামিয়া দাখিল মাদরাসা, রামগড় জাবালে নূর গার্লস মাদরাসা, রামগড় ইবতেদায়ি নুরানি মাদরাসা, সোনাইপুল উম্মুল কোরআন মাদরাসা, সোনাইপুল আইডিয়াল মাদরাসা, খাগড়াবিল দারুল কোরআন ইসলামিয়া মাদরাসা, কলাবাড়ি মাদরাসা, গর্জনতলি মাদরাসাসহ মোট ৯টি এই মাধ্যমিক শিক্ষা অফিসের আওতায় রয়েছে। এসব স্কুল ও মাদরাসা গুলো সরকারি নিয়ন্ত্রক হিসেবে কাজ করে থাকেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘ বছর ধরে রামগড় মাধ্যমিক শিক্ষা অফিসের ৭টি পদের মধ্যে ৬টি পদই শূন্য রয়েছে।পদগুলো হলো, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,সহকারী মাধ্যমিক অফিসার, কম্পিউটার অপারেটর,অফিস সহকারী, নাইট গার্ড, ঝাড়ুদার, অফিস সহায়ক। এসবের মধ্যে মাত্র একজন অফিস সহায়ক দিয়েই চলছে গুরুত্বপূর্ণ এই শিক্ষা অফিসের যাবতীয় কার্যক্রম।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপির সহযোদ্ধাদের প্রতি পরামর্শ, জেনারেশনটাকে সিরিয়াসলি নেবেন: সারজিস
বিএনপির সহযোদ্ধাদের প্রতি পরামর্শ, জেনারেশনটাকে সিরিয়াসলি নেবেন: সারজিস

আমার সহযোদ্ধা আব্দুল হান্নান মাসুদের ওপরে বিএনপির কিছু নেতাকর্মীর দ্বারা যে হামলা হয়েছে এটার জন্য বিএনপির লজ্জিত হওয়া উচিত বলে Read more

ভারত ভিসা কমিয়ে দেওয়ায় বাংলাদেশ থেকে ফ্লাইট অর্ধেক, সংকটে ইউরোপগামী ছাত্ররা
ভারত ভিসা কমিয়ে দেওয়ায় বাংলাদেশ থেকে ফ্লাইট অর্ধেক, সংকটে ইউরোপগামী ছাত্ররা

ভারতীয় ভিসা জটিলতার কারণে বাংলাদেশ থেকে ভারতগামী ফ্লাইটের সংখ্যা কমে অর্ধেকে দাঁড়িয়েছে। এছাড়া ইউরোপের বেশিরভাগ দেশের দূতাবাস ভারতে থাকায় সংকটে Read more

ক্যাপসাইসিন: মরিচের ঝালে আপনার কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে?
ক্যাপসাইসিন: মরিচের ঝালে আপনার কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে?

তীব্র বিষক্রিয়ার ঝুঁকি থাকায় গত বছর দক্ষিণ কোরিয়ান ব্র্যান্ড ইনস্ট্যান্ট রামেন নুডলস নিষিদ্ধ করে ডেনমার্কের খাদ্য কর্তৃপক্ষ। যদিও অনুসন্ধান এবং Read more

মির্জা ফখরুল আবারও উস্কানি দিচ্ছে: কাদের
মির্জা ফখরুল আবারও উস্কানি দিচ্ছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যা তথ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের আবারও উস্কানি দিচ্ছে।

ধলেশ্বরীতে অবৈধ বালু উত্তোলনে ক্ষোভ, সৈয়দপুরে ড্রেজার ভাঙচুর
ধলেশ্বরীতে অবৈধ বালু উত্তোলনে ক্ষোভ, সৈয়দপুরে ড্রেজার ভাঙচুর

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী একটি ড্রেজার ভাঙচুর করেছেন। মঙ্গলবার (০৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন