পাঁচ ঘন্টা পর চালু হলো ময়মনসিংহ মোহনগঞ্জ রেল যোগাযোগ। ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের ইঞ্জিনের পেছনে খাবারের বগির সংযোগ স্প্রিং ভেঙে যাওয়ায় বাকি বগি রেখেই চলে যায় লোকোমোটিভ। এর ফলে বন্ধ হয়ে যায় মোহনগঞ্জ ময়মনসিংহ রেল চলাচল। ৫ ঘন্টা পর ময়মনসিংহ থেকে আসা একটি লোকোমোটি আটকে থাকা বগি গুলো শরীয়ে নিয়ে যায় নেত্রকোনা রেলস্টেশনে। যার ফলে পুনরায় চালু হয় রেল যোগাযোগ। ট্টেনের যাত্রীরা জানায়, শনিবার (১৭ মে) সন্ধ্যা ৭টার পর নেত্রকোনা-ময়মনসিংহ রেললাইনের চল্লিশার মগড়া নদীর ব্রিজের উপর লোকোমোটিভের পেছনের খাবার বগির সাথে বাকি বগির সংযোগ বিচ্ছিন্নের ঘটনা ঘটে। ফলে লোকোমোটিভ এবং খাবারের বগি নেত্রকোনা স্টেশনে চলে গেলেও ট্রেনের যাত্রীবাহী মোট ১১ টি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকে রেললাইনের উপরেই। পরবর্তীতে রাত ১১ টা ৪৫ মিনিটে ময়মনসিংহ থেকে আসা লোকোমেটিকের সহযোগিতায় রেললাইন থেকে বগিগুলো সরিয়ে নেত্রকোনা স্টেশনে আনা হয় এবং রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়। স্থানীয়রা জানায়, নেত্রকোনা শহরের যাত্রীরা নেমে বিভিন্ন ভাবে চলে আসতে পারলেও বারহাট্টা ও মোহনগঞ্জগামী যাত্রীদের বসেই থাকতে হয়। খবর পেয়ে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন এবং নেত্রকোনায় চলে আসা ট্রেনের লোকোমোটিভ গিয়ে ট্রেন নিয়ে নেত্রকোনা স্টেশনে পৌঁছে রাত পৌনে বারোটায়। এদিকে এই সময়ে নেত্রকোনা ছেড়ে ঢাকার উদ্যেশ্য রওয়ানা দেয়ার কথা থাকলেও সিডিউল বিপর্যয় ঘটে। এতে ঢাকা থেকে আসা যাত্রীদের পাশাপাশি ঢাকাগামী যাত্রীরাও বিপদে পড়েন।নেত্রকোনার সাতপাই রেলস্টেশন বুকিং সহকারী নজরুল ইসলাম জানান, আকস্মিক দুর্ঘটনার কারণে ট্রেন চলাচল ৎসিডিউল পাঁচ ঘন্টার বিপর্যয় ঘটেছে। তবে আশা করা যাচ্ছে আগামীকাল সিডিউল ঠিক হয়ে যাবে। পিএম
Source: সময়ের কন্ঠস্বর