পাবনার চাটমোহর উপজেলার হরিপুর এলাকায় প্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘তেবাড়িয়া যুব সোসাইটি’। দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণ-তরুণীদের কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে এ সংগঠনটি। বেকারত্বের অভিশাপ থেকে যুব সমাজকে কর্মমুখী করতে এবং আধুনিক প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে সমাজে মাথা উচু করে বাঁচতে এই পদক্ষেপ একটি যুগান্তকারী কর্মপন্থা বলে অনেকে মনে করছেন।২০২৩ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি ইতোমধ্যেই যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধনপ্রাপ্ত (যুউঅ/পাবনা-১২৬, তারিখ: ৩০/১০/২০২৩) হয়েছে। প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান মোঃ মেহেদী শাওনের নেতৃত্বে সংগঠনটি নানা সামাজিক ও প্রযুক্তিগত কার্যক্রম বাস্তবায়ন করছে।সম্প্রতি এই সংগঠন “বিনামূল্যে ফ্রিলান্সিং প্রশিক্ষণ প্রকল্প ২০২৫” শিরোনামে একটি প্রশিক্ষণ কার্যক্রম চালু করেছে। এটার উদ্বোধন করেন পাবনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জনাব স্বপণ কুমার কর্মকার। প্রশিক্ষণ কার্যক্রমটি গুগল মিটসহ অফলাইনে রিশান কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এই প্রশিক্ষনের বিষয়বস্তুও মধ্যে রয়েছে, এআই ইঞ্জিনিয়ারিং বুটক্যাম্প, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন ও ওয়ার্ডপ্রেস, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, সাইবার সিকিউরিটি ও সোশ্যাল মিডিয়া সুরক্ষা।সংগঠনটি প্রান্তিক, হতদরিদ্র, নারী, হিজরা ও তরুণ-তরুণীদের তথ্য প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে চায়, যাতে তারা নিজ কর্মসংস্থান গড়ে তুলতে পারেন।সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ মেহেদী শাওন বলেন, তেবাড়িয়া যুব সোসাইটির সমাজমুখী কর্মকান্ডের মধ্যে রয়েছে- ফ্রি ব্লাড ডোনেশন ক্যাম্প, গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্যসেবা,  বৃক্ষরোপণ, হিজরা জনগোষ্ঠীর উন্নয়ন কর্মসূচি, কৃষকদের জন্য মোবাইল ভিত্তিক আবহাওয়ার আপডেট, শিক্ষা সহায়তা ও অলিম্পিয়াড আয়োজন, বাল্যবিবাহ ও মাদকবিরোধী প্রচার।তিনি আরো বলেন, এখন পর্যন্ত ১৫ হাজার মানুষ এই সংগঠনের কার্যক্রম দ্বারা উপকৃত হয়েছেন। প্রশিক্ষণপ্রাপ্ত ১৫০০ জনের মধ্যে প্রায় ৯০০ জন ইতোমধ্যে কর্মসংস্থানে যুক্ত হয়েছেন। প্রত্যন্ত এলাকায় এখনও অনেক সুযোগসুবিধা পৌঁছায় না। অর্থের অভাবে অনেক মেধাবী তরুণ-তরুণী পিছিয়ে পড়েন। আমাদের লক্ষ্য কেউ যেন শুধুমাত্র সুযোগ না পাওয়ার কারণে পিছিয়ে না পড়ে।এমন মহতী কাজের বিষয়ে এবং এই স্বেচ্ছাসেবী সংগঠনের বিষয়ে জানতে চাইলে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, চাটমোহরে এমন একটি মহতী সংগঠন রয়েছে বিষয়টি আমার জানা ছিল না। নিঃসন্দেহে এই সংগঠনটি অনেক ভাল কাজ করছে। আমি অবশ্যই একদিন এই সংগঠনের কার্যক্রম পরিদর্শনে যাবো। তাদের কার্যক্রম যদি সন্তোষজনক হয় এবং সমাজের বেকার যুবকদের কর্মস্থানে তারা ভুমিকা রাখে তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সর্বাত্বক সহযোগীতা প্রদান করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফে তিন সন্তানের জননীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
টেকনাফে তিন সন্তানের জননীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে একটি বসতবাড়ি থেকে মিনারা বেগম (৩৫) নামে তিন সন্তানের জননীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) রাতে Read more

উপাচার্য ও তার অনুসারীদের পদত্যাগের দাবিতে যবিপ্রবিতে বিক্ষোভ
উপাচার্য ও তার অনুসারীদের পদত্যাগের দাবিতে যবিপ্রবিতে বিক্ষোভ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য ও তার অনুসারীদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বান্দরবানে সমাবেশ 
হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বান্দরবানে সমাবেশ 

সারাদেশে সব শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন