কক্সবাজার টেকনাফের নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া মিয়ানমার আরাকান আর্মির হাতে জিম্মি থাকা বাংলাদেশী  তিন জেলে পরিবারের কাছে ফিরে এসেছেন।তথ্য সুত্রে জানা যায়, মঙ্গলবার(১৩ মে) সন্ধ্যার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা নাফ নদীর সীমান্ত পয়েন্ট দিয়ে তারা ফেরত আসতে সক্ষম হয়। ফেরত আসা জেলেরা হচ্ছে- টেকনাফ হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার বাসিন্দা মোহাম্মদ ছিদ্দিক (২২), একই এলাকার রবিউল আলম (২৩) ও  মোহাম্মদ হোসেন (২৫)।তিন জেলে ফেরত আসার বিষয়টি গণমাধ্যম কর্মীদের কাছে নিশ্চিত করেছেন আরাকান আর্মির হাতে অপহৃত হওয়া রবিউল আলমের পিতা মোহাম্মদ নুর।তিনি জানিয়েছেন, গত সোমবার দুপুরের দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের অন্তর্গত লেদা এলাকা সংলগ্ন নাফ নদীতে নৌকায় করে মাছ শিকারে যায় আমার পুত্র রবিউল আলমসহ তিন জেলে। মাছ শিকারত অবস্থায় হঠাৎ করে সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে থেকে ইঞ্জিন চালিত বোটে থাকা অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে। তাদের তিন জনকে ধরে নিয়ে যায়। উক্ত খবরটি শুনার পর থেকে তাদেরকে অক্ষত অবস্থায় ফেরত আনার জন্য বাংলাদেশ সীমান্ত প্রহরী বিজিবির সদস্যদের সাথে যোগাযোগ করি। এক দিন অতিবাহিত হওয়ার পর হঠাৎ করে আমার পুত্র রবিউল আলম (মঙ্গলবার) বিকাল ৫ টার দিকে ফোন করে বলে আমাদের তিন জনকে আরাকান আর্মির সদস্যরা ছেড়ে দিয়েছে। আমরা এখন মিয়ানমার সীমান্ত ঘেঁষা একটি চিংড়ী ঘেরে আছি। নৌকা ফেলে চলে আসবো। অবশেষে সন্ধ্যার দিকে তারা তিন জন এপারে চলে আসতে সক্ষম হয়।জানতে চাইলে হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী বলেন,আরাকান আর্মির হাতে আটক অপহৃত হওয়া তিন জেলে ছাড়া পেয়ে পরিবারের কাছে ফেরত এসেছে। তবে তাদেরকে কেন নিয়ে গেছে। কোন প্রক্রিয়ায় ফেরত এসেছে সেই বিষয়ে জানতে পারিনি বলেও জানান তিনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অন্তর্বর্তী সরকারের কার কী পরিচয়
অন্তর্বর্তী সরকারের কার কী পরিচয়

বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। নতুন এ সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস

ধানমন্ডি ৩২ নম্বরে কেউ ফুল দিতে চাইলে আমরা বাধা দিতে পারি না
ধানমন্ডি ৩২ নম্বরে কেউ ফুল দিতে চাইলে আমরা বাধা দিতে পারি না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ধানমন্ডি ৩২ নম্বরে কেউ যদি শোক পালন করতে চায়, ফুল দিতে যেতে চায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন