বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে রবীন্দ্রজয়ন্তী উদযাপন করা হয়েছে।মঙ্গলবার (১৩ মে) দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। সকালে বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর স্থান, কাল, পাত্রের ঊর্ধ্বে উঠে কাজ করেছেন। তিনি বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর সাহিত্য বিশ্ব সাহিত্যে জায়গা করে নিয়েছে। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, স্মৃতিকথা, সঙ্গীত সকল ক্ষেত্রেই তিনি অনন্য। একাধারে তিনি ছিলেন লেখক, সম্পাদক, সমাজ-চিন্তক, শিক্ষানুরাগী, চিত্রশিল্পী এবং প্রজাপ্রেমী জমিদার।’রবীন্দ্রনাথ ঠাকুর অন্যদের প্রতিভাও তুলে ধরেছেন উল্লেখ করে উপাচার্য বলেন, ‘তিনি হাছন রাজা, লালন শাহ’র মতো লোককবিদের সম্মানিত করেছেন। নজরুলের প্রতিভাও তিনি প্রথম চিনতে পেরেছিলেন। তিনি নিজে নজরুলকে বই উৎসর্গ করেছিলেন, নজরুলও তাঁকে উৎসর্গ করেছিলেন।’আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। সভাপতিত্ব করেন কলা অনুষদের ডিন ও রবীন্দ্র-জয়ন্তী উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।প্রধান বক্তা ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রবীন্দ্র-গবেষক ড. মো. সরওয়ার মুর্শেদ। আলোচনায় অংশ নেন নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. কামাল উদ্দিন এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান ইয়াত সিংহ শুভ।স্বাগত বক্তব্য দেন সঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান ও আয়োজক কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. সুশান্ত কুমার সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের প্রভাষক মো. জিল্লাল হোসেন।দিনের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মঞ্চে অনুষ্ঠিত হয় রম্য বিতর্ক, আবৃত্তি, সঙ্গীত ও নৃত্যনাট্য ‘চণ্ডালিকা’র পরিবেশনা। সাংস্কৃতিক পর্বটি পরিচালনা করেন সঙ্গীত বিভাগের অধ্যাপক ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী ড. আহমেদ শাকিল হাসমী। অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা

২০২০ সালে অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত।বৃহস্পতিবার (২৭ Read more

সাম্য হত্যার বিচার দাবিতে ঢাবি শিক্ষার্থীদের আল্টিমেটাম, লংমার্চের হুঁশিয়ারি
সাম্য হত্যার বিচার দাবিতে ঢাবি শিক্ষার্থীদের আল্টিমেটাম, লংমার্চের হুঁশিয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২৫তম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ন্যায়বিচার নিশ্চিতে দুইদিনের আল্টিমেটাম দিয়েছে শিক্ষা ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন