পাবনার ঈশ্বরদীতে বৃত্তিপ্রাপ্ত ১৮২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার(১১ মে) দুপুর ১২ টার দিকে আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের উদ্যোগে আর আর পি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেওয়া হয়েছে কৃতি শিক্ষার্থীদের হাতে।জানা গেছে, আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যােগে এ পর্যন্ত চারবার প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এমন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে আসছে। সর্বশেষ আজ রবিবার ১৯ টি কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তিপ্রাপ্ত ১৮২ জন শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে যার মধ্যে ট্যালেন্টফুলে বৃত্তি পেয়েছে ৬২ জন ও সাধারন মেধায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ছিলেন ১২০ জন। ঈশ্বরদী আন্তঃউপজেলা কিন্ডাগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ রিয়াজুল করিমের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল এবং বিশেষ কারনে অনুপস্থিত থাকায় ভিডিও কলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। বক্তব্যে তারা শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পরামর্শ দিয়ে বলেন, শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানাই। শিশু শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে এমন ব্যতিক্রমই অনুষ্ঠানের বিকল্প নেই। আজকের প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ। তাই এই ভবিষ্যতকে আলোর পথ দেখাতে পড়ার টেবিলে বসাতে কিন্ডারগার্টের এ্যাসোসিয়েশনের এমন আয়োজন অব্যাহত রাখতে হবে।সংবর্ধনা অনুষ্ঠানে এসে সম্মাননা পেয়ে উচ্ছাসিত কয়েকজন শিক্ষার্থী বলেন, বৃত্তি পাওয়ার পর এমন ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট হাতে পেয়ে খুব ভালো লাগছে। এতে আমাদের পড়াশোনার প্রতি আরো আগ্রহ বেড়ে যাবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হামিদুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মখলেছুর রহমান বাবলু, পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ শাহিনা আক্তার, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন, সাবেক সভাপতি এস এম রাজা, সাধারন সম্পাদক এস এম ফজলুর রহমান সহ প্রমুখ।এসআর
Source: সময়ের কন্ঠস্বর