গাজীপুরের শ্রীপুরে ছুরিকাঘাতে জয় (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ ফালু মার্কেট সংলগ্ন সামু সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।নিহত জয় ওই এলাকার মোহাম্মদ বোরহান উদ্দিনের ছেলে। সে শ্রীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ জানায়, ঘটনার পরপরই মোজাম্মেলের বাবা মো. সিদ্দিকুর রহমানকে আটক করা হয়েছে। জয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী মধ্যরাতে অভিযুক্ত মোজাম্মেল হকের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে তিনটি টিনশেড ঘর পুড়ে যায়।নিহতের বাবা জানান, বল খেলা নিয়ে মোজাম্মেল হক ও তার বন্ধুদের সঙ্গে জয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোজাম্মেল ঘরে গিয়ে ছুরি এনে জয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা জয়কে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মাওনা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিনটি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং একজনকে আটক করা হয়। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিয়ের দাবিতে অনশনে বসা কলেজ ছাত্রীর বিরুদ্ধে মামলা!
বিয়ের দাবিতে অনশনে বসা কলেজ ছাত্রীর বিরুদ্ধে মামলা!

আমতলীতে বিয়ের দাবিতে কুয়েত প্রবাসীর বাড়িতে অনশনে বসেছে কলেজ ছাত্রী। প্রবাসীর ভাই আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছে Read more

সুনামগঞ্জে মন্দির পাহারায় মাদ্রাসার ছাত্ররা
সুনামগঞ্জে মন্দির পাহারায় মাদ্রাসার ছাত্ররা

শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর বিজয় মিছিলে আন্দোলিত হয় সুনামগঞ্জ।

ঢাকায় নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, দেড় লাখ টাকা জরিমানা
ঢাকায় নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, দেড় লাখ টাকা জরিমানা

অভিযানকালে তিনটি নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় তিনটি মামলায় মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়। 

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন