কমনওয়েলথ সদস্য রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘর্ষের প্রেক্ষাপটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ‘সংলাপ এবং ‘উত্তেজনা প্রশমনের’ জোরালো আহ্বান জানিয়েছেন। বুধবার (৭ মে) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।পার্লামেন্টে দেওয়া এক বিবৃতিতে কিয়ার স্টারমার বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ব্রিটেনজুড়ে বসবাসকারী অনেকের জন্যই গভীর উদ্বেগের কারণ হবে।’প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা জরুরি ভিত্তিতে উভয় দেশ এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং সংলাপের মাধ্যমে উত্তেজনা প্রশমন করে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য উৎসাহিত করছি।’অন্যদিকে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিও পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে ‘সংযম’ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।এক বিবৃতিতে ডেভিড ল্যামিও বলেন, ‘যুক্তরাজ্য সরকার ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শনের পাশাপাশি দ্রুত কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার জন্য সরাসরি আলোচনায় অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে।’উল্লেখ্য, পাকিস্তান কমনওয়েলথের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। ৫৬টি দেশের এই জোটের বেশিরভাগ সদস্যই একসময় ব্রিটিশ উপনিবেশ ছিল। যুক্তরাজ্যে ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত বিপুল সংখ্যক মানুষ বসবাস করেন, যাদের অনেকেরই এই অঞ্চলের সঙ্গে গভীর পারিবারিক সম্পর্ক রয়েছে।যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাজ্য উত্তেজনা প্রশমনে ভারত ও পাকিস্তান উভয় দেশকেই সহায়তা করতে প্রস্তুত।বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের বার্তা স্পষ্ট—আমরা উভয় দেশেরই বন্ধু ও অংশীদার। আমরা উভয় পক্ষকে সহায়তা করতে প্রস্তুত। আঞ্চলিক স্থিতিশীলতা, সংলাপ এবং উত্তেজনা প্রশমনে উভয় দেশেরই গভীর স্বার্থ জড়িত। আর সেই লক্ষ্যে যা কিছু করা সম্ভব, তা করতে আমরা প্রস্তুত রয়েছি।’যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের ভেতরে এবং কার্যত কাশ্মীর সীমান্ত হিসেবে পরিচিত লাইন অব কন্ট্রোলের ১৬ কিলোমিটারের ভেতরে ভ্রমণ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। এ ছাড়াও, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ভ্রমণও নিরুৎসাহিত করা হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। ব্রিটিশ নাগরিকদের উচিত আমাদের ভ্রমণ সংক্রান্ত পরামর্শের সঙ্গে নিয়মিত আপডেট থাকা এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করা।’এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যেভাবে বারবার সামরিক আইনের মুখোমুখি হয়েছিল দক্ষিণ কোরিয়া
যেভাবে বারবার সামরিক আইনের মুখোমুখি হয়েছিল দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সামরিক আইন ঘোষণা করার পর দেশটি রাজনৈতিক অস্থিরতার মধ্যে পড়ে যায়। দেশটি স্বাধীনতার পর প্রথম ৪০ বছরে Read more

সিংড়ায় জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ শীর্ষক সেমিনার
সিংড়ায় জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ শীর্ষক সেমিনার

নাটোরের সিংড়ায় ‘বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় ফেইজ) অবহিতকরণ সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) সকাল থেকে দুপুর Read more

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ থেকে ওয়াল্টজকে সরিয়ে দিলেন ট্রাম্প, বসাতে চান নতুন পদে
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ থেকে ওয়াল্টজকে সরিয়ে দিলেন ট্রাম্প, বসাতে চান নতুন পদে

রাজনৈতিকভাবে এটি বেশ বিব্রতকর একটি বিষয়, যা সম্ভবত জাতিসংঘের পদে নিয়োগ নিশ্চিত করার শুনানিতে উঠে আসবে।

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

খাগড়াছড়ি সদর পৌরসভার কলেজ গেইট মোহাম্মদপুর এলাকার পাহাড় থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৮ এপ্রিল)  সন্ধ্যায় এসব অস্ত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন