পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ‘রাহে নূর কালচারাল অ্যাসোসিয়েশন’ নামে একটি অরাজনৈতিক ও সংস্কৃতিনির্ভর সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।বুধবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্তরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আশরাফুজ্জামান প্রামাণিকসহ বিভিন্ন বিভাগের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী।সংগঠনের নেতৃবৃন্দ জানান, ‘রাহে নূর কালচারাল অ্যাসোসিয়েশন’ ইসলামী সংস্কৃতি, আদর্শ ও নৈতিক মূল্যবোধের প্রচার ও প্রসারে কাজ করবে। সংগঠনটি ইসলামিক স্টাডি সার্কেলের মাধ্যমে কুরআন-হাদিসের আলোচনাসভা, ইসলামিক বই পর্যালোচনা এবং ধর্মীয় সেমিনারের আয়োজন করবে। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে সুস্থ সাংস্কৃতিক চর্চা, সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে সহায়তা করাই এ সংগঠনের অন্যতম উদ্দেশ্য।সংগঠনটি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রক্তদান কর্মসূচি, গরীব ও অসহায় শিক্ষার্থীদের সহায়তা, পবিত্র রমজান ও কুরবানী উপলক্ষে নানাবিধ সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করার পরিকল্পনা করছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পরিবেশে আন্তঃধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে নিয়মিতভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানানো হয়।সংগঠনটির স্লোগান হিসেবে বেছে নেওয়া হয়েছে, “নৈতিকা হোক আমাদের পরিচয়, সংস্কৃতি হোক আমাদের অস্ত্র।”উল্লেখ্য, গত ১৫ এপ্রিল (মঙ্গলবার) সংগঠনটির ৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়। সংবাদ সম্মেলনে ওই আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংগঠনের পক্ষ থেকে এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের ঘোষণা দেওয়া হয়।বিশ্ববিদ্যালয় অঙ্গনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ একটি সাংস্কৃতিক চর্চার পরিবেশ গঠনে রাহে নূর কালচারাল অ্যাসোসিয়েশন আশাবাদী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় নির্বাচন বানচাল করতে দেশবিরোধী ষড়যন্ত্র হচ্ছে: নাসির
জাতীয় নির্বাচন বানচাল করতে দেশবিরোধী ষড়যন্ত্র হচ্ছে: নাসির

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, জাতীয় নির্বাচন বানচাল করতে দেশবিরোধী নানাবিধ Read more

রোগী নিয়ে যাওয়ার পথে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩
রোগী নিয়ে যাওয়ার পথে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

মেহেরপুরে গাংনীতে ড্রাম ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের দুজনসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ Read more

টিকছড়িতে শিশু ধর্ষণ চেষ্টায় যুবক আটক
টিকছড়িতে  শিশু ধর্ষণ চেষ্টায় যুবক আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে পাঁচ বছরের শিশু-কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. কাউসার হোসেন (১৯) নামের এক যুবককে আটকের পর পুলিশে দিয়েছে জনতা। শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন