দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে কমেছে দেশি শুকনো মরিচের দাম। কেজি প্রতি ১০০ থেকে ১২০ কমে বর্তমানে শুকনো মরিচ প্রকারভেদে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহ বৃদ্ধির কারনে কমতে শুরু করেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। আজ বুধবার (৭ মে) দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। হিলি বাজারে শুকনো মরিচ কিনতে আসা ইব্রাহিম হোসেন নামে একজন ক্রেতা বলেন, সামনে কোরবানি ঈদ, এই ঈদে শুকনো মরিচের চাহিদা বেশি থাকে। এর কারনে বাজারে শুকনো মরিচ কিনতে আসছি। তবে আগের থেকে দাম কিছুটা কমেছে। বর্তমানে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত ১০ দিন আগে কিনেছিলাম ৩০০ টাকা কেজি দরে। দাম কম হওয়ার কারণে দুই কেজি কিনলাম। বাজার নিয়ন্ত্রণে থাকলে আমাদের মতো সাধারণ ক্রেতাদের অনেক সুবিধা হয়। বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত মনিটরিং করা দরকার। কিন্তু হিলিতে নিয়মিত বাজার মনিটরিং করা হয় না। হিলি বাজারের শুকনো মরিচ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, দেশি শুকনো মরিচের দাম অনেকটাই কমেছে। কেজি প্রতি ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত কমেছে। মোকামে প্রচুর পরিমাণ শুকনো মরিচ মজুদ রয়েছে। কৃষকরা প্রতিদিন বাজারে বিক্রি করতে আসছেন। কৃষকের মাঠে এখনো প্রচুর পরিমাণ শুকনো মরিচ রয়েছে। সামনে ঈদকে রেখে দাম বৃদ্ধির কোন সুযোগ নেই। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। তবে আগের থেকে ক্রেতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধানক্ষেতে পড়ে ছিল অটোরিকশা চালকের মরদেহ
ধানক্ষেতে পড়ে ছিল অটোরিকশা চালকের মরদেহ

শেরপুর সদর উপজেলার মির্জাপুর কান্দিপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) সকালে মরদেহটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন