পাকিস্তানে চালানো সামরিক অভিযানকে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিহিত করেছে ভারত। দেশটির দাবি, পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে অন্তত ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। ভারতের দাবি, এসব ঘাঁটি থেকেই তাদের অভ্যন্তরে হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করা হচ্ছিল। খবর বিবিসির।ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অপারেশন সিঁদুর’ ছিল সম্পূর্ণ লক্ষ্যভিত্তিক ও পরিমিত একটি সামরিক পদক্ষেপ। এতে কোনো পাকিস্তানি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি, বরং কেবল সন্ত্রাসবিরোধী অবকাঠামোকে টার্গেট করা হয়েছে। ভারত দাবি করছে, এই অভিযানের উদ্দেশ্য উত্তেজনা ছড়ানো নয় বরং আত্মরক্ষা। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, লক্ষ্য নির্ধারণ ও অভিযান পরিচালনায় ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে।ভারতীয় কর্তৃপক্ষ জানায়, গত মাসে জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর চালানো প্রাণঘাতী হামলার জবাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সেই হামলায় বেশ কয়েকজন বেসামরিক পর্যটক নিহত হন। দিল্লির অভিযোগ, হামলাটি পাকিস্তানের মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পরিকল্পিত ছিল।ভারতীয় সেনাবাহিনী বলছে, ‘অপারেশন সিঁদুর’ ছিল প্রতিরক্ষামূলক একটি পদক্ষেপ এবং তা কেবল সন্ত্রাসবাদ মোকাবিলার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।এদিকে, ভারতের এই অভিযানের ঘটনায় তাৎক্ষণিকভাবে পাল্টা হামলা চালানো শুরু করে ইসলামাবাদ। দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সরকারি টিভি চ্যানেল পিটিভিকে জানিয়েছেন, ভারতীয় সেনাদের ব্রিগেড সদরদপ্তরে হামলা চালিয়ে এটি ধ্বংস করা হয়েছে।এছাড়া ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুলিয়ায় ৬ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ
আশুলিয়ায় ৬ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ

কারিগরি ও উচ্চশিক্ষা নামে স্বতন্ত্র মন্ত্রণালয় এবং উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ ছয় দফা দাবিতে সারা দেশের ন্যায় আশুলিয়ার সড়কে বিক্ষোভ Read more

খাগড়াছড়িতে পানিতে ডুবে মারা যাওয়া ২ পরিবারকে সেনাবহিনীর সহায়তা
খাগড়াছড়িতে পানিতে ডুবে মারা যাওয়া ২ পরিবারকে সেনাবহিনীর সহায়তা

'শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন' এই মূলমন্ত্রকে সামনে রেখে পাহাড়ের দুর্গম ও পিছিয়ে পড়া মানুষের জন্য নানাভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ Read more

মার্চে রাজনৈতিক সহিংসতায় ২৩ জন নিহত, ১৮ জনই বিএনপির
মার্চে রাজনৈতিক সহিংসতায় ২৩ জন নিহত, ১৮ জনই বিএনপির

গত মার্চ মাসে দেশে ৯৭টি রাজনৈতিক সহিংসতায় ২৩ জন নিহত হয়েছেন। নিহতের এ সংখ্যা গত ফেব্রুয়ারি মাসের চেয়ে দ্বিগুণেরও বেশি। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন